প্রতিবেদন : কেন্দ্রীয় সরকার জিএসটি খাতে রাজ্যগুলির প্রাপ্য ২৭ হাজার কোটি টাকা দীর্ঘদিন বকেয়া রেখেছে। মুখ্যমন্ত্রী এবং অর্থদপ্তরের প্রধান ও মুখ্য উপদেষ্টা অমিত মিত্র বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এমনই দাবি করেছেন। তাঁর বক্তব্য, কেন্দ্র অবিলম্বে সব রাজ্যের এই বকেয়া অর্থ মিটিয়ে দিক।
আরও পড়ুন-ভারতীয় দল
পাশাপাশি, অন্তত আরও ৫ বছর জিএসটি রাজ্যগুলিকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলেও মনে করেন তিনি। তিনি বলেন, ‘কেন্দ্রের, রাজ্যগুলিকে জিএসটি ক্ষতিপূরণ দেওয়ার মেয়াদ চলতি বছরের জুলাই মাসে শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু কোভিড অতিমারির কারণে গত ৩ বছরে সারা দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। সেই কারণেই আরও ৫ বছর জিএসটি ক্ষতিপূরণ কেন্দ্রের দেওয়া উচিত।’ ২০১৮ সালে জিএসটি যখন শুরু হয় তখন ঠিক হয়েছিল, এই কারণে রাজ্যগুলি রাজস্বে ক্ষতি হলে কেন্দ্র ৫ বছর ক্ষতিপূরণ দেবে।
আরও পড়ুন-যুদ্ধের ১০০ দিন পার
অমিত মিত্রের বক্তব্য, অতিমারির কারণে ক্ষতিপূরণের মেয়াদ কেন্দ্রের আরও বাড়ানো উচিত। যদি রাজ্যগুলির আর্থিক অবস্থা এর মধ্যে উন্নতি হয় তাহলে কেন্দ্র ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারটি বিবেচনা করে দেখতে পারে। পাশাপাশি তিনি এদিন ফের কেন্দ্রের কাছে দাবি করেছেন, রাজ্যের পাওনা ৯৭ হাজার কোটি টাকা অবিলম্বে দিয়ে দেওয়া হোক। শুধু বকেয়া নয়, বিশেষ ক্ষেত্রে স্পেশ্যাল প্যাকেজও দেওয়া হোক। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মেনে এই দাবি করছে রাজ্য সরকার।