কয়লা উৎপাদন ও আয় বাড়ার দাবি : তাহলে সংকট কেন, উঠছে প্রশ্ন

Must read

নয়াদিল্লি : কয়লাখনির নিলাম সহ গত আর্থিক বছরে মোট ৪০ হাজার কোটি টাকার সম্পত্তি বিলগ্নীকরণ করেছে কেন্দ্রীয় সরকার। এই তথ্য জানানো হয়েছে কয়লা মন্ত্রকের তরফে। কয়লা মন্ত্রকের টাস্ক কমপ্লিশন স্ট্যাটাস রিপোর্টে বলা হয়েছে, গত আর্থিক বছরে ২৮, ৯৮৬ কোটি টাকার কয়লা (Coal) খনি নিলাম সহ মোট ৪০ হাজার কোটি টাকা মূল্যের সম্পদ বিলগ্নীকরণ করা হয়েছে। সাম্প্রতিক রিপোর্টে আরও বলা হয়েছে, এখনও পর্যন্ত মোট ৩৯টি কয়লাখনি বিলগ্নীকরণ করা হয়েছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, গত অর্থবর্ষে কয়লাখনি ছাড়া অন্যান্য সম্পদ বিলগ্নীকরণের মাধ্যমে যে পরিমাণ অর্থ আয় করার কথা ছিল তার থেকে অনেক বেশি পরিমাণ অর্থ আয় করেছে কয়লা মন্ত্রক।

আরও পড়ুন: প্রেসিডেন্টকে সরানোর ষড়যন্ত্র, জেল হল জেনিন আনেজের

কয়লা (Coal) মন্ত্রক দাবি করেছে, ভারতের কয়লা উৎপাদন আগের বছরের তুলনায় ২০২২ সালের মে মাসে ৩৩.৮৮% বেড়ে ৭১.৩০ মিলিয়ন টন হয়েছে। বিরোধীদের কটাক্ষ, যদি উৎপাদন বেশিই হয়ে থাকে, তাহলে এতদিন যে দেশজুড়ে সংকট তৈরি হয়েছিল সেটার পিছনে কী কারণ? ইতিমধ্যেই সামনে এসেছে দেশজুড়ে কয়লার ব্যাপক সংকট। এর ফলে বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। চাহিদামতো জোগানের অভাবে বিদ্যুৎ উৎপাদন ইউনিটগুলিকে বসিয়ে রাখতে হচ্ছে। সেখানে চাহিদামতো বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে না সেই তথ্যও সামনে এসেছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি আগেই জানিয়েছিল, তাদের চাহিদামতো প্রয়োজনীয় কয়লার জোগানের অভাবেই এই সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের মত, কয়লাখনিগুলিকে নিয়ে যদি সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া হত তাহলে এই ঘাটতি তৈরি হত না।

Latest article