প্রতিবেদন : পুরভোটের প্রস্তুতি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের (West Bengal Election Commission) সর্বদলীয় বৈঠকে হাজির ছিলেন রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ২৭ ফেব্রুয়ারি রাজ্যের বাকি থাকা ১০৮টি পুরসভার নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষে বৈঠকে ছিলেন দুই বিধায়ক তাপস রায় (Tapas Roy) ও দেবাশিস কুমার (Debasish Kumar)। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের (Commissioner Sourav Das) কাছে ভোটপ্রচারের সময় আরও এক ঘণ্টা বাড়ানোর দাবি করেন তাঁরা। পাশাপাশি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য কমিশন (West Bengal Election Commission) গৃহীত সমস্ত ব্যবস্থাই তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) মানবে বলে তাঁরা জানান।