জালিয়ানওয়ালাবাগে রবীন্দ্রনাথের মূর্তি দাবি

Must read

প্রতিবেদন : পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে অবিলম্বে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি (Rabindranath Tagore) প্রতিষ্ঠা করার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুধু মূর্তিপ্রতিষ্ঠা নয়, জালিওয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে যে ঐতিহাসিক চিঠি লিখে নাইট উপাধি ত্যাগ করেছিলেন বিশ্বকবি, সেই চিঠিটিও শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে সেখানে ডিসপ্লে করার দাবি জানিয়েছেন ঋতব্রত। এখনও পর্যন্ত এই ধরনের কোনও উদ্যোগ না নেওয়ায় কেন্দ্রের মোদি সরকারকে এক হাত নিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, বিজেপির বাংলা-বিরোধী মনোভাবেরই স্পষ্ট প্রতিফলন এই অনীহা এবং উদাসীনতা। এটি অত্যন্ত লজ্জার বিষয়। রাজ্যসভায় লিখিত প্রশ্নে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছে ঋতব্রত জানতে চেয়েছিলেন, জালিওয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের সর্বপ্রথম তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন যিনি, বিন্দুমাত্র সময় নষ্ট না করে ত্যাগ করেছিলেন নাইট উপাধি, সেই রবীন্দ্রনাথের (Rabindranath Tagore) কোনও মূর্তি সেখানে আছে কি? যদি না থাকে তবে জালিওয়ানওয়ালাবাগে কবিগুরুর মূর্তি প্রতিষ্ঠার কোনও পরিকল্পনা কি আদৌ নিয়েছে সরকার? দুটি প্রশ্নেই একটাই উত্তর কেন্দ্রের— না।
মোদি সরকারের এই নেতিবাচক মনোভাবে তীব্র ক্ষোভপ্রকাশ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এ-ব্যাপারে অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানান কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছে।

আরও পড়ুন: মায়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম থেকে কয়েক হাজার কোটির সাইবার প্রতারণা

Latest article