প্রতিবেদন : শনিবার মোহনবাগান ক্লাবের বার্ষিক সাধারণ সভা উত্তপ্ত হয়ে উঠল দ্রুত নির্বাচনের দাবিতে। মার্চ মাসে শেষ হচ্ছে মোহনবাগানের বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ। সময়মতো নির্বাচন সেরে নতুন কমিটি গঠন করার দাবিতে সরব হলেন সদস্য, সমর্থকদের একটা বড় অংশ। তাতেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তবে ক্লাবের সহ-সভাপতি কুণাল ঘোষের হস্তক্ষেপে পরিস্থিতি হাতের বাইরে যায়নি।
ক্লাবের বার্ষিক সভা শুরু হয় দুপুর ৩টের সময়। সচিব দেবাশিস দত্ত প্রথমে বক্তব্য রাখেন। এরপর প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু বক্তব্য রাখতে গিয়ে সময়মতো নির্বাচনের দাবি তোলেন, যা হওয়ার কথা আগামী মার্চে। তখন দেবাশিস জানান, নিয়ম মেনেই নির্বাচন হবে। সেটা জুন-জুলাই মাসে হতে পারে। ২০১৮ সালের পর ২০২১-এ নির্বাচন হওয়া উচিত ছিল। সেটা তখন হয়নি। সচিবের এই বক্তব্যের বিরোধিতা করেন সৃঞ্জয়। তিনি বলেন, ‘‘তখন কোভিডের সময় ছিল। সব কিছু থমকে গিয়েছিল। আমি সচিব ছিলাম বলে সেই সময়ের ব্যর্থতা, এটা বলা উচিত হবে না।’’
আরও পড়ুন-কেন্দ্রীয় প্রকল্পের অংশীদারি নিয়ে জটিলতা মেটাতে নয়া ব্যবস্থাপনা
এরপরই দুই গোষ্ঠীর সমর্থকদের মধ্যে ঝামেলা বেঁধে যায়। রাগে কেউ চেয়ার ছুঁড়তে উদ্যত হয়। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মধ্যস্থতা করতে এগিয়ে আসেন কুণাল ঘোষ। তিনি সবাইকে শান্ত হওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘‘নির্বাচন সংক্রান্ত নিয়ম নিয়ে যখন দু’রকম ব্যাখ্যা আসছে, তখন মতানৈক্য তৈরি হওয়াটা স্বাভাবিক। আমি সচিবকে অনুরোধ করছি, দ্রুত কার্যকরী কমিটির বৈঠক ডাকা হোক। যাঁরা নির্বাচন সংক্রান্ত নিয়ম নিয়ে প্রশ্ন তুলছেন তাঁদের বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে ডাকা হোক। এক টেবলে মুখোমুখি বসে আলোচনা করুন সবাই। সেখানে থাকবেন বিশেষজ্ঞরা। এরপর আইন অনুযায়ী যা সিদ্ধান্ত নেওয়ার সেটা নেবেন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি অসীম রায়।’’
পরে কুণাল বলেন, ‘‘আমি খুশি যে দু’পক্ষই আমার পরামর্শ গ্রহণ করেছে এবং সচিব জানিয়েছেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে তিনি কার্যকরী কমিটির বৈঠক ডাকবেন।’’ সভা শেষে সৃঞ্জয় বলেন, ‘‘আমরা সবাই মোহনবাগানী। এখানে বিরোধী বলে কিছু নেই। সবাই চায় ক্লাবের সাফল্য। নির্বাচন নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা মিটে গিয়েছে। আমরা চাই স্বচ্ছ নির্বাচন। সেটা যেন দ্রুততার সঙ্গে সময়ে করা যায় সেটা দেখা উচিত।’’
আরও পড়ুন-অগ্নিদগ্ধ কাজী নজরুল ইসলামের নাতি, অবস্থা আশঙ্কাজনক
বার্ষিক সভায় ঝামেলার বিষয়টিকে অবশ্য পাত্তা দিলেন না দেবাশিস। বলেন, ‘‘ধাক্কাধাক্কিতে কেউ আহত হয়েছে কি না আমার জানা নেই। আগে এজিএমে অনেক বড় ঝামেলা হয়েছে। তাছাড়া ক্লাবে এরকম উত্তেজনা থাকে। আমরা ফুটবলের সমর্থক। ৯০ মিনিট ধরে উত্তেজনা থাকে। আগে এজিএম হতই না। এখন তো ঠিক সময়ে নির্বাচন হয়।’’
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…