চটশিল্পকে বাঁচাতে কেন্দ্রকে পাটের দামের ঊর্ধ্বসীমা তুলে দেবার দাবি

চটকলগুলিকে বাঁচাতে জুটের দামের ঊর্ধ্বসীমা বাড়ানোর দাবি জানাল রাজ্য সরকার। না হলে চটকল শিল্পের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাজ্যের পাটচাষিরাও।

Must read

সংবাদদাতা, হাওড়া : চটকলগুলিকে বাঁচাতে জুটের দামের ঊর্ধ্বসীমা বাড়ানোর দাবি জানাল রাজ্য সরকার। না হলে চটকল শিল্পের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাজ্যের পাটচাষিরাও। এই ব্যাপারে শ্রমমন্ত্রী বেচারাম মান্না, আইনমন্ত্রী মলয় ঘটক, মুখ্যমন্ত্রীর মুখ্য কৃষি উপদেষ্টা ও বিধায়ক প্রদীপ মজুমদার জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান জুটমিল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, জুট ডিলার্স অ্যাসোসিয়েশন, লেবার কমিশনার, ডেপুটি লেবার কমিশনার, ডেপুটি জুট কমিশনার, প্রিন্সিপাল সেক্রেটারির উপস্থিতিতে নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়।

আরও পড়ুন-পৌষমেলার দাবিতে পথে লোকশিল্পী ও হস্তশিল্পীরা

সম্প্রতি কেন্দ্রের অধীন জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পাটের মূল্যের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া পাটের দাম কুইন্টাল পিছু সাড়ে ৬ হাজার টাকা স্থির করে দেয়। এই দাম বেঁধে দিতেই পাটের কালোবাজারি শুরু হয়ে যায় বলে অভিযোগ। অনেকেই প্রচুর পরিমাণে পাট মজুত করে রাখতে শুরু করেন। এর ফলে জুটমিল মালিকদের চড়া দামে বাধ্য হয়ে পাট কিনতে হচ্ছে বলে অভিযোগ।

সেইসঙ্গে উৎপাদন ভাল হওয়া সত্ত্বেও পাটের দাম কেন্দ্র সরকার বেঁধে দেওয়ায় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে চাষিদেরও। সমস্যার সমাধানে রাজ্য সরকারের পক্ষ থেকে কুইন্টাল পিছু পাটের দাম সাড়ে ৬ হাজার টাকা বাড়িয়ে অন্তত ৭ হাজার ২০০ টাকা করার দাবি জানানো হয়েছে।

Latest article