বিচারপতির সমস্ত রায় যাচাই করার দাবি, অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক

এর প্রতিবাদে মঙ্গলবার কর্মবিরতি শুরু হল এলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের তরফে। সেইসঙ্গে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

Must read

প্রতিবেদন: হাইকোর্টের কর্মরত বিচারপতির সরকারি বাসভবনে বিপুল টাকা (আইনি মহলে ১৫ কোটির কথা বলা হয়েছে) উদ্ধারের ঘটনা ঘিরে আলোড়িত আইনজীবী মহল। সুপ্রিম কোর্ট তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করলেও এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের হয়নি। উল্টে এই চাঞ্চল্যকর অভিযোগের পর দিল্লি হাইকোর্টের বিতর্কিত বিচারপতি যশবন্ত ভার্মাকে এলাহাবাদ হাইকোর্টে স্থানান্তরিত করায় ক্ষোভে ফুঁসছেন সেখানকার আইনজীবীরা। এর প্রতিবাদে মঙ্গলবার কর্মবিরতি শুরু হল এলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের তরফে। সেইসঙ্গে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
এলাহাবাদ হাইকোর্টের মাধ্যমে তাঁকে বিচারকাজে নিয়োগ করা যাবে না, এই দাবিতে এদিন থেকেই কর্মবিরতির পথে যোগীরাজ্যের বার অ্যাসোসিয়েশন। সেইসঙ্গে দাবি জানানো হয়েছে, বিচারপতি ভার্মার দেওয়া আগেকার সমস্ত রায় আবার যাচাই করা হোক। আইনজীবীদের ব্যাখ্যা, ভার্মার বাড়ি থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণের পোড়া নোটের বান্ডিল উদ্ধারের পর বিচারপতি হিসাবে তাঁর সব সিদ্ধান্তই এখন প্রশ্নের মুখে। আদৌ নিরপেক্ষভাবে তিনি বিচারের রায়দান করেছিলেন কি না তা নিয়ে সংশয়ের অবকাশ থাকছে।
সোমবার দিল্লি হাইকোর্টের সমস্ত বিচারপ্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়া হয় অভিযুক্ত বিচারপতি যশবন্ত ভার্মাকে। সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁকে এলাহাবাদ হাইকোর্টে সরানোর নির্দেশও জারি হয়। আর এরপরই প্রবল বিক্ষোভে ফেটে পড়েন উত্তরপ্রদেশ হাইকোর্টের আইনজীবীরা। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর তাঁরা বলতে থাকেন, এলাহাবাদ হাইকোর্ট কোনও ভাগাড় নয়। দ্রুত তাঁকে অন্যত্র না সরালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন তাঁরা। সেইসঙ্গে আইনজীবীরা বিচারপতি ভার্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট বা বরখাস্ত করার প্রস্তাব আনারও দাবি জানান। আইনজীবীদের কথায়, এলাহাবাদ হাইকোর্ট বা তার লখনউ শাখা, এমনকী অন্য কোনও হাইকোর্টে যেন জায়গা না দেওয়া হয় বিচারপতি ভার্মাকে। বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে যেন বিচারপতি ভার্মার দেওয়া সমস্ত রায়কে আবার যাচাই করা হয়।

আরও পড়ুন-জগন্নাথ মন্দিরের গেট নির্মাণ শুরু, ২০ দিন বন্ধ থাকছে জাতীয় সড়ক

এদিকে সুপ্রিম কোর্ট কলেজিয়ামের তরফে জারি করা বদলির সিদ্ধান্তের প্রতিবাদে এলাহাবাদ হাইকোর্টের আইনজীবীরা মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা করেছেন। বার অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সিদ্ধান্তে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করে বিচারপতির স্থানান্তরের আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, এলাহাবাদ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় সর্বসম্মতভাবে প্রস্তাব অনুসারে বিচারপতি যশবন্ত ভার্মার স্থানান্তরের যে কোনও প্রচেষ্টার কঠোর বিরোধিতা করা হবে। সুপ্রিম কোর্টের কলেজিয়াম বার অ্যাসোসিয়েশনের দাবিকে উপেক্ষা করে বিচারপতি যশবন্ত ভার্মাকে এলাহাবাদ হাইকোর্টে স্থানান্তরের আদেশ জারি করেছে। এই সিদ্ধান্তে গভীরভাবে মর্মাহত বার অ্যাসোসিয়েশন। সেজন্য পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বিচার সংক্রান্ত কার্যক্রম থেকে আইনজীবীরা বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত তিন সদস্যের কমিটি বিচারপতি ভার্মার বাড়িতে টাকা উদ্ধারের ঘটনার তদন্ত চালাচ্ছে। এই মামলা পুলিশের হাতে হস্তান্তর করা ও বিচারপতি ভার্মার বিরুদ্ধে এফআইআর দায়েরের জন্য সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। দাবি করা হয়েছে, তদন্ত কমিটির এফআইআর দায়েরের এক্তিয়ার থাকে না। তাই এই তদন্ত পুলিশের হাতেই তুলে দেওয়া হোক।

Latest article