হুগলির উত্তরপাড়া বিধানসভার কোন্নগরে ও শ্রীরামপুর বিধানসভার রিষড়ার বেশ কিছু এলাকায় বাংলাপক্ষের বাংলাভাষার দাবিতে প্রচার আন্দোলন শুরু হল। উত্তরপাড়ার কোন্নগরে বাংলাপক্ষের কর্মীরা পোস্টারিং এবং প্রচারপত্র বিলি করল। দাবিগুলি হল— ভূমিপুত্র সংরক্ষণ, সরকারি চাকরিতে ১০০% এবং বেসরকারি চাকরিতে ৯০% ভূমিপুত্র সংরক্ষণ।
আরও পড়ুন-বাতিল বাইচুংদের মনোনয়ন, সিওএ-কে সরিয়ে দিল সুপ্রিম কোর্ট
এছাড়াও ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট, সর্বভারতীয় স্তরে চাকরির পরীক্ষা বাংলা ভাষায় করা, পশ্চিমবাংলার ব্যাঙ্ক, বিমা এবং ডাকঘরে বাংলা ভাষায় পরিষেবা, ব্যবসা, টেন্ডার এবং ঠিকাকাজে ভূমিপুত্র সংরক্ষণ এবং সাংসদ, বিধায়ক, কাউন্সিলর পদে বাঙালিকে নেওয়া প্রভৃতি দাবি নিয়ে জনমত গড়ে তোলার উদ্দেশেই এই কর্মসূচি।