সৌমালি বন্দ্যোপাধ্যায়, হাওড়া : রাজ্যপালকে বরখাস্তের দাবিতে এবার সরব হল হাওড়ার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতৃত্ব। এই দাবিতে রবিবার বিকেলে হাওড়ার বেলেপোলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক জনসভায় সমবায়মন্ত্রী অরূপ রায় বলেন, রাজ্যপালের খামখেয়ালিপনার জন্য হাওড়া ও বালির মানুষ পুরভোটে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি তুঘলকি কর্মকাণ্ড চালাচ্ছেন। তিনি মানুষের দ্বারা নির্বাচিত হননি। মনোনীত হয়েছেন। আমরা অবিলম্বে তাঁর বরখাস্ত দাবি করছি। রাজ্যপালকে বরখাস্তের দাবিতে আমরা শীঘ্রই রাষ্ট্রপতির দ্বারস্থ হব। তাঁর অপসারণ চেয়ে জেলা জুড়ে গণস্বাক্ষর অভিযানও শুরু করছে তৃণমূল (Trinamool Congress)। সভায় বক্তব্য পেশ করেন দক্ষিণ হাওড়ার তৃণমূল বিধায়ক ও দলের মহিলা সংগঠনের সদরের সভাপতি নন্দিতা চৌধুরি-সহ আরও অনেকে। হাওড়ার ও বালির অধিকাংশ মানুষের অভিযোগ, বিলে সই না করে এই দুই পুর এলাকার উন্নয়নকে পিছিয়ে দিচ্ছেন এই রাজ্যপাল। আসলে তিনি সংবিধানের রক্ষাকর্তা নন। বিজেপির রক্ষাকর্তা।