প্রশ্নের মুখে গণতান্ত্রিক অধিকার, সরব বিরোধীরা

ডেরেক ও ব্রায়ান৷ তৃণমূল কংগ্রেসের মতই এক দেশ-এক ভোট নীতির তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে৷

Must read

প্রতিবেদন: তীব্র বিরোধীতার ঝড় দেশ জুড়ে। প্রশ্নের মুখে গণতান্ত্রিক অধিকার। তবুও হুঁশ নেই বিজেপির। তৃতীয় মোদি সরকারের কার্যকালেই এক দেশ-এক ভোট পদ্ধতি লাগু করতে মরিয়া তারা৷ বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হল এক দেশ-এক ভোট পদ্ধতি প্রয়োগে৷ এই বিষয়ে সংসদের শীতকালীন অধিবেশনে বিল আনবে মোদি সরকার, বুধবার দিল্লিতে দাবি জানানো হয়েছে সরকারি সূত্রে৷ মোদি সরকারের এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে দেশের ১৫টি বিরোধী দল৷ দেশে গণতন্ত্রের পরিবর্তে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে উদ্যত হয়েছে গণতন্ত্র ধ্বংসকারী মোদি সরকার, বুধবার একযোগে অভিযোগ জানিয়েছে বিরোধী শিবির৷

আরও পড়ুন-পয়েন্ট নষ্ট ডায়মন্ড হারবারের

এর আগে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে এক উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছিল মোদি সরকার৷ দেশের কয়েকটি রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে এক দেশ-এক ভোট নীতির প্রয়োগ নিয়ে তাদের অবস্থান জেনেছিল এই কমিটি৷ এর পরেই কমিটি তাদের রিপোর্ট তুলে দেয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে৷ সরকারি সূত্রের দাবি, বুধবার নয়াদিল্লিতে আয়োজিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হয় এই রিপোর্ট৷ গোটা রিপোর্টটি খতিয়ে দেখার পরেই কেন্দ্রীয় মন্ত্রিসভা তাদের অনুমোদন দিয়েছে বলেই দাবি জানানো হয়েছে সরকারি সূত্রে৷ বিরোধী শিবিরের দাবি, লোকসভা ভোটের সঙ্গে একযোগে দেশের সব রাজ্যের বিধানসভা ভোটের আয়োজন করা একেবারেই অবাস্তব ভাবনা৷ কারণ, এক একটি রাজ্যের বিধানসভা এক এক সময়ে গঠিত হয়, তাদের মেয়াদ ভঙ্গও একসঙ্গে হয় না৷ লোকসভা নির্বাচন সব সময়ে যে প্রতি পাঁচ বছর অন্তরই হবে, তারও কোনও নিশ্চয়তা নেই৷ অনেক সময়েই দেখা যায়, মেয়াদ পূরণ হওয়ার আগেই ভেঙে যাচ্ছে লোকসভা৷ একই কথা প্রযোজ্য বিভিন্ন রাজ্যের বিধানসভার ক্ষেত্রে৷ এই প্রসঙ্গেই বিরোধী শিবিরের প্রশ্ন, তাহলে কীভাবে একসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোটের আয়োজন করবে মোদি সরকার? সারা দেশে এক দেশ-এক ভোট নীতি প্রয়োগ করার লক্ষ্যে যেভাবে এগোচ্ছে মোদি সরকার, তা পুরোপুরি অগণতান্ত্রিক একটি পদ্ধতি, বুধবার আরও একবার তোপ দাগা হয়েছে বিরোধী শিবিরের তরফে৷ দলের অবস্থান স্পষ্ট করে আরও একবার মোদি সরকারকে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান৷ তাঁর অভিযোগ, এক দেশ এক ভোট হল অগণতান্ত্রিক বিজেপির আর একটি সস্তার চমক৷ যে সরকার তিনটি রাজ্যের বিধানসভা ভোটের আয়োজন একসঙ্গে করতে পারছে না, তারা কিভাবে গোটা দেশের ভোটের আয়োজন একসঙ্গে করবে ? পুরো উদ্যোগটাই মোদি-শাহর ক্লাসিক জুমলা, কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান৷ তৃণমূল কংগ্রেসের মতই এক দেশ-এক ভোট নীতির তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে৷ তীব্র বিরোধিতা করেছেন আরজেডি নেতা মনোজ ঝা-ও৷

Latest article