নোটবন্দি ছিল মস্ত ভাঁওতা

প্রধানমন্ত্রী মোদি তখন বলেছিলেন, কালো টাকা থাকবে না, নগদের ব্যবহার কমবে, সন্ত্রাস কমবে ইত্যাদি। পরে দেখা যায় সব দাবিই অসার।

Must read

প্রতিবেদন : মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের ছ’বছর পূর্তি হল মঙ্গলবার। রাতারাতি বাতিল হয় ৫০০ ও ১০০০ টাকার নোট। প্রধানমন্ত্রী মোদি তখন বলেছিলেন, কালো টাকা থাকবে না, নগদের ব্যবহার কমবে, সন্ত্রাস কমবে ইত্যাদি। পরে দেখা যায় সব দাবিই অসার।

আরও পড়ুন-রেশন বণ্টনে গোটা দেশে বাংলা মডেল চালুর দাবি

এ নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করে মন্ত্রী শশী পাঁজা বললেন, মোদির আরেকটি মিথ্যাচার নোটবন্দি। ছ’বছর পর আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে দেশের অর্থনৈতিক দুর্দশা। অপরিকল্পিত সিদ্ধান্ত। কালো টাকা উদ্ধার তো হয়ইনি, বরং বেড়েছে। আগের তুলনায় জাল নোটও অনেক বেড়ে গিয়েছে। ক্যাশলেস ইকনমির গল্পও ভাঁওতা। বাজারে নগদ বেড়েছে ৭১.৮৪ শতাংশের বেশি।

Latest article