ডেঙ্গু ঠেকাতে সচেতনতা

মেটেলি ব্লকের চিলৌনি চা-বাগানে চারটে দল সার্ভে করা শুরু করে দিয়েছে। জমে থাকা জল ফেলে দেওয়া এমনকী কীটনাশক স্প্রে করা শুরু হয়েছে।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : বাগরাকোট ওদলাবাড়ির পর এবার ডেঙ্গু (dengue awareness) পাওয়া গেল মেটেলি ব্লকে। গত দুমাসে এই ব্লকে ১৯ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চিলৌনি চা-বাগানের ছজনের দেহে ডেঙ্গুর জীবাণু ধরা পড়েছে।

আরও পড়ুন-‘তৃণমূল কঠোর দল, পার্থকে রিলিজ করে দিয়েছি’ দলের অবস্থান স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বহু মানুষ ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন। তাই ডেঙ্গু ঠেকাতে ব্লক স্বাস্থ্য দফতরও কোমর বেঁধে নেমে পড়েছে। মঙ্গলবার মেটেলি ব্লকের চিলৌনি চা-বাগানে চারটে দল সার্ভে করা শুরু করে দিয়েছে। জমে থাকা জল ফেলে দেওয়া এমনকী কীটনাশক স্প্রে করা শুরু হয়েছে।

Latest article