ডেঙ্গিতে মৃত্যু ৩, স্বাস্থ্য দফতর পদক্ষেপ নিল

অতীন ঘোষ জানান, পুজোর সময় প্রত্যেকটি বরোতে স্বাস্থ্যকেন্দ্র খোলা থাকবে। আর দুটো বরো মিলিয়ে একটা ডেঙ্গি ডিটেকশন সেন্টার খোলা থাকবে।

Must read

প্রতিবেদন : দুর্গাপুজোয় ডেঙ্গি করোনার মতো ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন কলকাতা পুরনিগমের ডেপুটি মেয়র তথা মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ। তাই পুজোর পর যেসব জায়গায় রাস্তায় জঞ্জাল পড়ে থাকবে, সেই জায়গায় সমস্ত বাড়িকে নোটিশ পাঠাবে কলকাতা পুরসংস্থা। হুঁশিয়ারি দিলেন অতীন ঘোষ। তিনি জানান, এম আর বাঙুর হাসপাতালে অঞ্জলি চক্রবর্তী (৯০) একজন বৃদ্ধা ডেঙ্গিতে মারা গেছেন বলে কলকাতা পুর সংস্থার কাছে খবর এসেছে।

আরও পড়ুন-রাস্তার কাজের ভূয়সী প্রশংসা করল এডিবি

আরও বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে বলেও জানান মেয়র পরিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ। তিনি জানান যে, অনেক সময় বিভিন্ন কারণে মানুষ মারা যাচ্ছেন। যাঁদের ডেঙ্গি রিপোর্ট পজিটিভ রয়েছে। তবে তিনি ডেঙ্গির সংখ্যা বৃদ্ধি পাওয়ার পিছনে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাবকে দায়ী করেন। তিনি বলেন, কলকাতা পুর সংস্থার পক্ষ থেকে যা যা সম্ভব সব কিছু করা হচ্ছে। কিন্তু তার পরেও মানুষের হুঁশ ফিরছে না। তাঁর দাবি, ইতিমধ্যে সমস্ত পুজো উদ্যোক্তাদের তাদের মণ্ডপের আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখতে বলা হয়েছে। এমনকী যে দর্শনার্থীরা পুজো দেখতে আসছেন তাঁদের সচেতন করার জন্য স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে।

আরও পড়ুন-পুলিশের অ্যাপ

অতীন ঘোষ জানান, পুজোর সময় প্রত্যেকটি বরোতে স্বাস্থ্যকেন্দ্র খোলা থাকবে। আর দুটো বরো মিলিয়ে একটা ডেঙ্গি ডিটেকশন সেন্টার খোলা থাকবে। এছাড়াও পুজোর সময় আরও বেশি করে প্রচার চালানো হবে বলে জানান তিনি। অতীনবাবু সাংবাদিকদের আরও জানান, বর্তমানে যে ডেঙ্গি ধরা পড়ছে তাতে রোগীর প্লেটলেট কোনও কারণেই ডাউন হচ্ছে না, আপ থাকছে। এটা ডেঙ্গি রোগীদের ক্ষেত্রে নতুন লক্ষণ।

Latest article