সংবাদদাতা, শিলিগুড়ি : শহরে ডেঙ্গির প্রকোপ দেখা দিতেই পরীক্ষার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল শিলিগুড়ি পুরনিগমে ডেঙ্গি মোকাবিলা নিয়ে জরুরি বৈঠকে। আবর্জনা ও নিষ্কাশনের ওপর জোর দেয় তৃণমূল কংগ্রেসের প্রশাসনিক বোর্ড। বেশ কিছু ওয়ার্ডে সংক্রমণ বাড়ছে। এতেই বরোভিত্তিক ভিসিডি টিমের সংখ্যা বাড়িয়ে শক্ত হাতে মশাবাহিত রোগ প্রতিরোধে নামছে পুরনিগম। প্রশাসনিক বোর্ডের সদস্য রঞ্জন সরকার ও মানিক দে বরো আধিকারিকদের নিয়ে এদিন জরুরি বৈঠক করেন। চলতি বছরের ১১ মাসে ডেঙ্গি আক্রান্ত ৮৪ জন, মৃত ১। যদিও মৃত ব্যক্তি ভিনরাজ্যের বাসিন্দা। রঞ্জন জানান, ওয়ার্ডে ওয়ার্ডে ভিসিটি টিমের সংখ্যা বাড়ানো হচ্ছে। বাড়ি বাড়ি যাওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। ১, ২, ৪, ৫, ৯ ও ৪৬ নম্বর ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা কিছুটা বেশি। ৬টি নির্মীয়মাণ বাড়িতে জমা জলের কারণে মালিকের জরিমানা ধার্য করা হয়েছে।
আরও পড়ুন-Child Friendly Court: শিশুবান্ধব আদালত চালু হচ্ছে দক্ষিণ দিনাজপুরে