সংবাদদাতা, হাওড়া : আর দেরি নেই বর্ষার। তাই বর্ষা আসার আগেই ডেঙ্গির দৌরাত্ম্য রুখতে জোরকদমে কাজ শুরু করে দিল হাওড়া পুরসভা। ইতিমধ্যেই শহরের প্রতিটি বাড়িতে গিয়ে এই নিয়ে সমীক্ষা করার পাশাপাশি মানুষকে সচেতনতা বার্তাও দিচ্ছেন পুরসভার স্বাস্থ্যকর্মীরা। মানুষকে খোলা কোনও পাত্রে জল না জমতে দেওয়ার আবেদন করছেন তাঁরা। পাশাপাশি প্রতিটি বরোর স্বাস্থকর্মীদের নিয়ে প্রতি শুক্রবার ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করছেন হাওড়ার মুখ্য পুরপ্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। প্রতিটি এলাকা ধরে ধরে স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে ডেঙ্গির সর্বশেষ পরিস্থিতির খোঁজ নিচ্ছেন তিনি।
আরও পড়ুন-রাজনীতি থেকে বিদায় নিলেন বিজেডির বিতর্কিত পান্ডিয়ান
এর পাশাপাশি কোথাও যাতে জঞ্জাল ও আবর্জনা জমিয়ে রাখা না হয় সেই জন্য বিশেষ নজর দিচ্ছে পুরসভা। প্রতিটি রাস্তা ও নিকাশিনালা নিয়মিত সাফাই করা হচ্ছে। সমস্ত ভ্যাট থেকে রোজ ময়লা তোলার ব্যবস্থা করা হয়েছে। পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে বিনামূল্যে ডেঙ্গির পরীক্ষা করা হচ্ছে। জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত রক্ত পরীক্ষা করতে শহরবাসীকে পরামর্শ দেওয়া হচ্ছে। ডেঙ্গি রুখতে কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে তা লিফলেট বিলি করে মানুষকে বোঝানো হচ্ছে। প্রচার চলছে মাইকিং করেও। বর্ষার আগে যাতে হাওড়া শহরে কোনওভাবেই ডেঙ্গি ছড়িয়ে পড়তে না পারে, তা নিশ্চিত করতেই হাওড়া পুরসভার এই পদক্ষেপ। মুখ্য পুরপ্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানান, পুর এলাকায় ডেঙ্গির সংক্রমণ এখনও তেমন হয়নি। তবে বর্ষায় যাতে সংক্রমণ না বাড়ে, সেজন্যেই এখন থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আশা করছি, হাওড়া শহরে ডেঙ্গির প্রকোপ পুরোপুরি নিয়ন্ত্রণে থাকবে। তবে এর জন্য হাওড়ার মানুষকেও সচেতন থাকতে হবে।