ডেঙ্গি: ঠেকাতে ডাহা ফেল যোগীরাজ্য

Must read

প্রতিবেদন : চলতি বছরে দেশে ডেঙ্গি পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বিজেপি শাসিত মডেল রাজ্য উত্তরপ্রদেশের লখনউয়ের ডেঙ্গি (Uttar Pradesh- Dengue) পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। ডেঙ্গি মোকাবিলায় যোগী আদিত্যনাথ সরকার যে সম্পূর্ণ ব্যর্থ তা ফের প্রমাণ হয়ে গিয়েছে। ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার কারণে যোগী সরকারের কড়া সমালোচনা করল এলাহাবাদ হাইকোর্ট। যোগী প্রশাসনের উপর আদালত এতটাই ক্ষুব্ধ যে, লখনউ বেঞ্চের দুই বিচারপতি ডি কে উপাধ্যায় ও বিচারপতি সৌরভ শ্রীবাস্তব বলেন, আদালতের নিজস্ব লোকজন থাকলে রাজ্যের প্রকৃত অবস্থা খতিয়ে দেখতেন বিচারপতিরা। যাচাই করে দেখতেন রাজ্য সরকারের দেওয়া হলফনামার সত্যতা। আদালত উত্তরপ্রদেশ সরকারের উপর কোনওরকম আস্থা রাখতে পারছে না। ডেঙ্গির চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতেও জোর দেওয়ার জন্য যোগী সরকারকে নির্দেশ দিয়েছে বেঞ্চ।

আরও পড়ুন-জাতীয় সংগীত থেকে বাদ জনগণমন! আরএসএস- বিজেপির গোপন অ্যাজেন্ডা ফাঁস

অথচ অন্য রাজ্যে এই ডেঙ্গি (Uttar Pradesh- Dengue) নিয়ে শোরগোল তুলেছে বিজেপি। অবিজেপি সরকারগুলির বিরুদ্ধে ডেঙ্গি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে সরব হয়েছে গেরুয়া দল। পশ্চিমবঙ্গে হাতেগোনা কয়েকজন ডেঙ্গিতে আক্রান্ত হলেও তা নিয়ে গেরুয়া দল কম হইচই করেনি। যদিও অন্য রাজ্যের তুলনায় যথেষ্ট দক্ষ হাতে ডেঙ্গি পরিস্থিতির মোকাবিলা করেছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার। আসলে বাস্তব পরিস্থিতি হল আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে মশার উপদ্রব বেড়েছে। তাই বেড়েছে ডেঙ্গির প্রকোপ। অথচ বিজেপি একটি রোগ নিয়েও রাজনীতি করছে। কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে, বিজেপি শাসিত ডবল ইঞ্জিনের উত্তরপ্রদেশের ডেঙ্গি পরিস্থিতিই ভয়াবহ। সে রাজ্যের যোগী সরকার ডেঙ্গি মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ। এই অবস্থায় বিজেপি কীভাবে অন্য রাজ্যের সমালোচনা করে তা নিয়েই প্রশ্ন উঠেছে।

Latest article