প্রতিবেদন: পূর্বাভাস মিলিয়ে সপ্তাহের শেষে ফের একবার নিম্নমুখী তাপমাত্রা। হাওয়া অফিস বলছে, স্বাভাবিকের তুলনায় প্রায় আড়াই ডিগ্রি কম সর্বনিম্ন তাপমাত্রা। দিনের তাপমাত্রাও স্বস্তি দিচ্ছে না। দিন ও রাত— দুই সময়েই শীতের আমেজ বজায় থাকবে। মকর সংক্রান্তি পর্যন্ত জমিয়ে শীতের মরশুম চলবে।
আরও পড়ুন-রামপুরহাট এবং সোদপুরে এসআইআর আতঙ্কে মৃত্যু
দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হবে। গত কয়েকদিন ধরেই বেলা বাড়লে রোদ ঝলমলে পরিবেশের জন্য দক্ষিণবঙ্গে আর শীতল দিনের পরিস্থিতি থাকছে না।
আগামী ২৪ ঘণ্টায় ভারত মহাসাগরের উপর থাকা নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এর কোনও সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও, বঙ্গোপসাগরের জলীয় বাষ্প শুষে নেওয়ায় রাজ্যে শুষ্ক শীতের দাপট আরও বাড়বে।

