বিরসার মৃত্যুবার্ষিকী পালনে আদিবাসী উন্নয়ন দফতর

১৯০০ সালে ৯ জুন প্রয়াত হন জনজাতির মুক্তির উদ্দেশ্যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের নেতা বিরসা মুন্ডা।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : ১৯০০ সালে ৯ জুন প্রয়াত হন জনজাতির মুক্তির উদ্দেশ্যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের নেতা বিরসা মুন্ডা। তাঁর মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার জেলা স্তরের অনুষ্ঠান হল সাঁকরাইলে। রাজ্য আদিবাসী উন্নয়ন দফতরের উদ্যোগে ঝাড়গ্রাম জেলা ও সাঁকরাইল ব্লক প্রশাসনের সহযোগিতায়। রোহিণীর ব্লক অফিস প্রাঙ্গণে মূল অনুষ্ঠানটি শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে।

আরও পড়ুন-বর্ষার আগেই পদ্মার ভাঙন রোধের কাজ শুরু

বিরসার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত, বিডিও রথীন বিশ্বাস, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ কমলকান্ত রাউত প্রমুখ। বিধায়ক বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে বিরসা মুন্ডার প্রয়াণদিবস পালিত হচ্ছে। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সমস্ত জনজাতিকে সঙ্ঘবদ্ধ করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান বিরসা মুন্ডা। তিনি আমাদের শিখিয়েছেন প্রতিকূল অবস্থায় সঙ্ঘবদ্ধ থাকার কথা। সেই দিনগুলির গুরুত্ব আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।’

Latest article