প্রতিবেদন : ভ্যাপসা গরমে জেরবার বঙ্গবাসী। সপ্তাহ শুরুতে পর পর ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও হয়নি। রোজ বেলা বাড়তেই ভেলকি দেখাচ্ছে মেঘ। এরই মধ্যে হাওয়া অফিসের পূর্বাভাস, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। কিন্তু তাতে বঙ্গবাসীর লাভ হবে না। কারণ ৭ অগাস্ট রবিবার এই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি হবে ওড়িশায়। তার ছিটেফোঁটা আসতে পারে দক্ষিণের জেলাগুলিতে।
আরও পড়ুন-কুস্তিতে সোনার হ্যাটট্রিক বজরং, সাক্ষীর পর স্বর্ণপদক দীপকেরও
যদিও আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে ৪৭ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। এখনও পর্যন্ত সব ক’টি নিম্নচাপই ওড়িশা-ঘেঁষা উপকূলে তৈরি হওয়ায় দক্ষিণের ভাগ্যে বৃষ্টির শিকে ছেঁড়েনি বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এর ফলে আমন ধান রোপণ নিয়ে চাষিদের দুশ্চিন্তা বেড়েছে। চাষ নিয়ে শুরু হয়েছে আশঙ্কা। উত্তরে যদিও বৃষ্টি হয়েছে ভালই। আশ্চর্যের হল মরু অঞ্চলে বৃষ্টি রেকর্ড গড়লেও দক্ষিণবঙ্গে কিছুতেই আসছে না। হাওয়া অফিস দক্ষিণবঙ্গবাসীদের একেবারে নিরাশ করছে না।