নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : কেন্দ্রের আর্থিক বঞ্চনা এবং অসহযোগিতাতেই প্রধানমন্ত্রী গ্রাম-সড়ক যোজনায় (Gram Sadak yojana) ১২ শতাংশও কাজ হয়নি বিরোধী শাসিত পশ্চিমবঙ্গ। একই অবস্থা কেরল, ঝাড়খণ্ড-সহ ৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট থেকেই এই তথ্য মিলেছে।
সারা দেশে প্রধানমন্ত্রী গ্রাম-সড়ক যোজনায় কাজের অগ্রগতি বেশ খারাপ বলেই কেন্দ্রের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ২০২২-এর এপ্রিল-ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে এই প্রকল্পে গ্রামীণ এলাকায় ৩৫,৩৮৫ কিলোমিটার রাস্তা তৈরির কথা ছিল। কিন্তু ওই সময়ের মধ্যে রাস্তা তৈরি হয়েছে মাত্র ১৮,৮০৮ কিলোমিটার। রাজ্যভিত্তিক পরিসংখ্যান বলছে, ২০২২-এর এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে পশ্চিমবঙ্গে রাস্তা তৈরির কথা ছিল ৯০০ কিলোমিটার। কিন্তু বাস্তবে রাস্তা তৈরি হয়েছে মাত্র ১১২ কিলোমিটার। অর্থাৎ মাত্র ১২ শতাংশ কাজ হয়েছে বাংলায়। কেন্দ্রের বঞ্চনায় বাংলায় সড়ক যোজনার (Gram Sadak yojana) কাজের অগ্রগতি না হওয়ার কড়া সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এভাবেই পশ্চিমবঙ্গ-সহ বিরোধী-শাসিত রাজ্যগুলিকে ক্রমাগত অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মোদি সরকার। ১০০ দিনের কাজ, আবাস যোজনা তার জ্বলন্ত উদাহরণ। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে রাজ্যের তরফে কখনও বেশি বা সমপরিমাণ টাকা দেওয়ার পরেও বেশিরভাগ ক্ষেত্রেই কেন্দ্র তা নিজের নামে চালায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রের এই বৈষম্যমূলক নীতির বিরুদ্ধেই লড়াই চালাচ্ছে তৃণমূল কংগ্রেস।
বাংলার মতোই বিরোধী-শাসিত কেরলে ৩৭৫ কিলোমিটারের জায়গায় রাস্তা হয়েছে মাত্র ৬৪ কিলোমিটার। ঝাড়খণ্ডে ১৫০০ কিলোমিটারের লক্ষ্যমাত্রার নিরিখে রাস্তা হয়েছে মাত্র ২৬৩ কিলোমিটার। ছত্তিশগড়ে ২১৫৭ কিলোমিটারের জায়গায় কাজ হয়েছে ৪৩১ কিলোমিটার। তবে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে কাজ হয়েছে ৯৩ শতাংশ। লাদাখে নির্ধারিত লক্ষ্যমাত্রার ৮৪ শতাংশ কাজ হয়েছে।
আরও পড়ুন- মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে বন্দুকবাজের তাণ্ডব, মৃত ২, আহত ২৮