১০০ দিনের কাজে বঞ্চনা, ব্লকে ব্লকে দু’দিন প্রতিবাদ

কেন্দ্রের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : কেন্দ্রের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্যের রেশ ধরেই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ করলেন মন্ত্রী ডাঃ শশী পাঁজা। মঙ্গলবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বাংলাকে আর্থিকভাবে দুর্বল করতে চাইছে কেন্দ্র। তিনি বলেন, একশো দিনের কাজ প্রকল্পে ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে ৬০ হাজার কোটি টাকা বাকি থাকলেও আগামী অর্থবর্ষে ওই খাতে ২৯ হাজার ৪০০ কোটি টাকা কম বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন-কেন্দ্রের কীর্তি, অপরাধী সেই মেহুলের রেড কর্নার উঠল

শশী জানান, রাজ্যের তরফে বারে বারে আবেদন করা হলেও আবাস যোজনার পাওনা টাকা এখনও বকেয়া। এরই প্রতিবাদে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২৯ মার্চ থেকে দু’দিন ধরনা অবস্থানে বসছেন। আর এই আন্দোলন জেলা সদর থেকে শুরু করে ব্লকে ব্লকে ছড়িয়ে দেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এদিন বলেন, আমরা একশো দিনের কাজে দেশের সেরা। ফার্স্ট বয় হয়েও টাকা পাচ্ছি না। এসব চলতে পারে না।

Latest article