শ্রমিকদের বঞ্চনা বরদাস্ত নয়

শ্রমিকদের বঞ্চনা বরদাস্ত নয়। যে সমস্ত ঠিকাদার শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে তাদের কালো তালিকাভুক্ত করতে হবে।

Must read

সংবাদদাতা, হলদিয়া : শ্রমিকদের বঞ্চনা বরদাস্ত নয়। যে সমস্ত ঠিকাদার শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে তাদের কালো তালিকাভুক্ত করতে হবে। বঞ্চনার প্রতিবাদ মিছিলে এভাবেই হুঁশিয়ারি দিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে হলদিয়ায় শ্রমিকদের একাধিক দাবি-দাওয়া নিয়ে পথে নামে তৃণমূল কংগ্রেসের এই শ্রমিক সংগঠন অনুমোদিত ‘হলদিয়া ডক কমপ্লেক্সের তৃণমূল কন্ট্রাকটারস ওয়ার্কারস ইউনিয়ন’।

আরও পড়ুন-বিধানসভার প্রশ্নোত্তর পর্বে স্পষ্ট হুঁশিয়ারি পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়র, অনৈতিক হোম স্টের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

এখানেই ঋতব্রত বলেন, যে সমস্ত ঠিকাদার শ্রমিকদের স্টাটুটারি বেনিফিট থেকে বঞ্চিত করছে, সেই ঠিকাদারদের ব্ল্যাক লিস্ট করতে হবে। এর জন্য পোর্টকে দায়িত্ব নিতে হবে। কোনও অবস্থাতেই শ্রমিকদের ন্যায্য পাওনা পিএ, ইএসআই, বা গ্রাচুইটি থেকে বঞ্চিত করা যাবে না। এই নিয়ে অনেক শ্রমিক ইতিমধ্যে রাজ্য শ্রমদফতরে এবং রাজ্য আইএনটিটিইউসির কাছে অভিযোগ জানিয়েছেন। ইতিমধ্যেই হলদিয়া রানীচক সংহতি ময়দানে সভা করতে এসে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, শ্রমিকদের উপর কোনও অবস্থাতেই ঠিকাদারদের ছড়ি ঘোরানো মেনে নেওয়া হবে না। যার জন্য ইতিমধ্যে হলদিয়া শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন কারখানায় সিওডি করার ক্ষেত্রে শ্রমিকদের সরাসরি যুক্ত করা হয়েছে। এবার শ্রমিকদের ন্যায্য পাওনা স্টাটুটারি বেনিফিট আদায় নিয়েও তৃণমূল শ্রমিক সংগঠন রীতিমতো লড়াই আন্দোলন করবে।”

আরও পড়ুন-আসানসোল জেলা হাসপাতালে বরাদ্দ ৩২ কোটি, হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ব্লক

আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতির এমন ঘোষণার পর হলদিয়া শ্রমিক মহলে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে। এ দিনের ডেপুটেশন-সহ মিছিলে নেতৃত্ব দেন তমলুক সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি চন্দন দে, হলদিয়া শহর তৃণমূল সভাপতি মিলন দাস, হলদিয়া ডক কমপ্লেক্সের তৃণমূল কন্ট্রাকটারর্স ওয়ার্কার্স ইউনিয়নের দুই ইউনিট সম্পাদক উৎপল বেরা ও মশিয়ার রহমান, জেলা আইএনটিটিইউসি নেতা শঙ্কর দণ্ডপাঠ, সুমনকল্যাণ মিশ্র প্রমুখ। শ্রমিকদের দাবিপূরণ না হলে এবং শ্রমিকস্বার্থ সুরক্ষিত করার ক্ষেত্রে হলদিয়া পোর্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আগামী দিনে সংগঠন বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দেয়।

Latest article