বাসের ধাক্কা রক্ষা পেলেন ডেপুটি মেয়র

Must read

প্রতিবেদন : পুরসভার বাজেট অধিবেশনে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার ডেপুটি মেয়র অতীন ঘোষের (Atin Ghosh) গাড়ি। এস এন ব্যানার্জি রোডে বাসের ধাক্কায় তুবড়ে গিয়েছে ডেপুটি মেয়রের গাড়ির সামনের অংশ। অল্পের জন্য রক্ষা পেলেন শহরের উপ-মহানাগরিক। সোমবার কলকাতা পুরসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন। জানা গিয়েছে, ব্যস্ত সময়ে সেই অধিবেশনে আসার পথেই এস এন ব্যানার্জি রোডের তালতলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ডেপুটি মেয়র অতীন ঘোষের (Atin Ghosh) গাড়ি। সেই গাড়িতে চালকের পাশের আসনেই বসেছিলেন ডেপুটি মেয়র। পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও উপ-মহানাগরিকের গাড়ির সামনে ধাক্কা মারে উল্টোদিক থেকে আসা বাসটি। অতীন ঘোষ জানিয়েছেন, তালতলা বাসস্টপের সামনে দুর্ঘটনা ঘটেছে। বাসস্টপ থাকায় আমার ড্রাইভার ধরেই নিয়েছিল বাসের গতি কম থাকবে। আমার গাড়ি যথাসম্ভব ডানদিক ঘেঁষেই টার্ন নিয়েছিল। বাসটির যাওয়ার জন্য পর্যাপ্ত জায়গাও ছিল। তারপরও এই ঘটনা। তাড়া থাকায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ কোনও সুয়োমোটো মামলা দায়ের করতে পারে।

আরও পড়ুন-মার্চের মধ্যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হবে, জানালেন শিক্ষামন্ত্রী

Latest article