ফের লাইনচ্যুত মালগাড়ি, উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর

আজকের ঘটনায় যদিও বড়সড় কোনও বিপর্যয় ঘটেনি। সৌভাগ্যবশত মালগাড়ি লাইনচ্যুত হয়ে যাওয়ার সময় ওই পথে কোনও ট্রেন আসছিল না।

Must read

আজ ফের ফাঁসিদেওয়ার রাঙাপানিতে (Rangapani) একটি মালগাড়ি লাইনচ্যুত হল। দুটি ওয়াগন রেললাইন থেকে নীচে নেমে যায়। যদিও এই দুর্ঘটনায় হতাহতের খবর নেই। তবে ঘটনার পর থেকে ওই লাইনে ট্রেন পরিষেবা বন্ধ করা হয়েছে। আজ, বুধবার সকালে তেলবোঝাই একটি মালগাড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনের (NJP) থেকে কিছুটা দূরে রাঙাপানি এলাকায় লাইনচ্যুত হয়। ঠিক দেড় মাস আগে একই জায়গায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। রেলের তরফে জানানো হয়েছে মালগাড়িটিকে সরিয়ে রেললাইন মেরামতের কাজ শুরু করা হয়েছে। ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। জুনের ঘটনা এখনও স্মৃতিতে তরতাজা। ১৭ জুন, আগরতলা থেকে শিয়ালদহে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে হঠাৎ ওই ট্রেনটিকে পিছন দিক থেকে একটি মালগাড়ি ধাক্কা মারে। এর ফলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চারটি কামরা লাইনচ্যুত হয়। ১০ জনের মৃত্যু হয় ওই ঘটনায়।

আরও পড়ুন-রাঙাপানি এলাকায় লাইনচ্যুত তেলবোঝাই মালগাড়ি

আজকের ঘটনায় যদিও বড়সড় কোনও বিপর্যয় ঘটেনি। সৌভাগ্যবশত মালগাড়ি লাইনচ্যুত হয়ে যাওয়ার সময় ওই পথে কোনও ট্রেন আসছিল না। মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের ঘটনার পর নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ”আজ আরেকটি রেল দুর্ঘটনা, উত্তরবঙ্গের সেই ফাঁসিদেওয়া/রাঙ্গাপানি এলাকায়, যেখানে মাত্র ছয় সপ্তাহ আগে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল! যা ঘটছে তা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন!!”

 

Latest article