যাত্রী নিরাপত্তা শিকেয়। ফের ট্রেন দুর্ঘটনার ছক দুষ্কৃতীদের। উত্তরপ্রদেশের পর এবার রাজস্থান (Rajasthan)। আজমেঢ়ে রেল লাইনের উপর রাখা হল ২টি সিমেন্টের ব্লক। বড়সড় দুর্ঘটনা ঘটার আগেই বিষয়টি লক্ষ্য করেন রেল কর্মীরা। কারা এই ঘটনা ঘটালো তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন- ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে
সারাধনা ও বাঙ্গাদ স্টেশনের মাঝে রাখা হয়েছিল ৭০ কেজি করে ওজনের দুটি সিমেন্টের ব্লক। রবিবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ বিষয়টি দেখেন রেল কর্মীরা। এর আগে একটি মালগাড়ি ওই লাইনে যায়। সিমেন্টের ব্লকে ধাক্কা লাগলেও ট্রেনটির বিশেষ কোনও ক্ষতি হয়নি। সেটি ঠিকঠাক গন্তব্যে পৌঁছোয়। এর পরই বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানান রেল কর্মীরা। এই ঘটনায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।