কল্যাণীতে ডার্বি ম্যাচ ১৯ জুলাই

Must read

প্রতিবেদন : যাবতীয় জল্পনার অবসান। কলকাতা লিগের ডার্বি (derby) হবে কল্যাণী স্টেডিয়ামে। সোমবার আইএফএ জানিয়েছে, আগামী ১৯ জুলাই কল্যাণীতে মুখোমুখি হবে দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল। এর আগে কল্যাণীতে আই লিগ-সহ বহু গুরুত্বপূর্ণ ম্যাচ হয়েছে। তবে প্রথমবার এই মাঠে হবে ডার্বি (derby)।
চলতি মরশুমে কলকাতা লিগের প্রায় সব ম্যাচই হয়েছে দুপুরে। তবে চেষ্টা করা হচ্ছে ডার্বি ফ্লাডলাইটের আলোয় করার। সেক্ষেত্রে ম্যাচ শুরু হতে পারে সন্ধ্যা সাড়ে পাঁচটায়। শুরুতে আইএফএ চেয়েছিল ডার্বি বারাসত স্টেডিয়ামে করতে। কিন্তু স্টেডিয়াম সংস্কারের কাজ চলতি মাসে শেষ হবে না। তাই বিকল্প ভেনু হিসেবে কল্যাণী ছিল প্রথম পছন্দ। ইতিমধ্যেই আইএফএ কর্তারা কল্যাণী স্টেডিয়াম পরিদর্শন করে এসেছেন। সব দিক খতিয়ে দেখে তাঁরা সন্তুষ্ট। প্রসঙ্গত, কলকাতা লিগে একই গ্রুপে রয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে মোহনবাগান রয়েছে চার নম্বরে। অন্যদিকে, ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সাতে।

আরও পড়ুন-শেষ মুহূর্তের গোলে জয়ী ডায়মন্ড হারবার

Latest article