প্রতিবেদন : আশঙ্কাই সত্যি হল। পিছিয়ে গেল শনিবারের কলকাতা লিগের ডার্বি। এক সপ্তাহ পিছিয়ে কল্যাণীতেই ডার্বি (Derby) হবে ২৬ জুলাই। দর্শকদের টিকিট সংগ্রহের সুবিধার্থে বড় ম্যাচ সাতদিন পিছিয়ে দেওয়া হয়েছে বলে দাবি আইএফএ-র। অল্প সময়ের মধ্যে পরিকাঠামোগত খামতি দূর করে ১৯ জুলাইয়ের বড় ম্যাচ আয়োজনে সমস্যা ছিল। পুলিশ তাই শনিবার ডার্বি আয়োজনে অনুমতি দেয়নি। কল্যাণীর ছোট স্টেডিয়ামে ফেন্সিং নেই। পর্যাপ্ত পার্কিং নেই। এই সমস্যাগুলো আগামী কয়েকদিনে ঠিক করতে হবে। তবে এদিনের আলোচনার পর ২৬ জুলাই শনিবার ১০ হাজার দর্শক নিয়ে ডার্বি (Derby) আয়োজনে সবুজ সংকেত দিয়েছে পুলিশ। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বললেন, আমরা দর্শকদের স্বাচ্ছন্দ্য রেখে ২৬ তারিখ ডার্বি করব। কোনও অফলাইন টিকিট থাকছে না। পুরোটাই অনলাইনে ছাড়া হবে। এক হাজার করে টিকিট দেওয়া হবে দুই প্রধানকে।
আরও পড়ুন-আরসিবি কাণ্ডে নাম বিরাটেরও