নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : সোমবার সংসদে বিজেপির নির্বাচনী ইস্তাহার হাতে নিয়ে কেন্দ্রীয় সরকারের দেওয়া কথার বাস্তব চিত্রটা তুলে ধরলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ ও দলনেতা ডেরেক ও’ব্রায়েন। একইভাবে তাঁর বক্তব্যের সময় তুমুল বিক্ষোভ করতে থাকেন বিজেপি-সাংসদরা। তা নিয়ে কটাক্ষ করে ডেরেক বলেন, বিজেপিরই নির্বাচনী ইস্তাহার পড়ার সময় বাধা দিচ্ছেন বিজেপি সাংসদরা।
আরও পড়ুন-রাষ্ট্রপতির বার্তা
সোমবার বাজেটের অতিরিক্ত বরাদ্দ নিয়ে আলোচনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করা, রাজ্যকে আর্থিকভাবে অবরুদ্ধ করা সহ একাধিক অভিযোগ তুললেন ডেরেক ও’ব্রায়েন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি এবং বর্তমান পরিস্থিতি তুলে ধরেন তিনি। বলেন, বিজেপি ক্ষমতায় আসার আগে কেন্দ্রীয় সরকারের থেকে ৪৬ শতাংশ বেশি খরচ করত রাজ্যগুলি। এখন রাজ্যগুলি ৪৬ শতাংশ নয়, কেন্দ্রের থেকে ১৫০ শতাংশ বেশি খরচ করে।
আরও পড়ুন-মহারাষ্ট্রে আবার অপারেশন লোটাস? হুমকি খোদ রাজ্য বিজেপি সভাপতির, ক্ষুব্ধ শিন্ডে শিবির
ডেরেকের অভিযোগ, ২০২১ সালের আগে সংসদে পাশ করা ৯৮টি বিলের মধ্যে ২৯ বিল যু্ক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। তাঁর কথায়, ইস্তাহারে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলা হলেও, রাজ্যগুলিকে আর্থিকভাবে অবরুদ্ধ করা হচ্ছে। সাত বছর আগে কেন্দ্রীয় সরকার পিছিয়ে পড়া এলাকার জন্য অনুদান তহবিল বন্ধ করে দেয়। অথচ এই প্রকল্প রাজ্যের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ২০১১ সালে যেখানে সেসের হার ছিল ১০ শতাংশ, বর্তমানে সেখানে তা বেড়ে হয়েছে ২৬.৭ শতাংশ। এর ফলে রাজ্যগুলিকে বঞ্চনা করা হচ্ছে।

