লক্ষাধিক ভোটের ব্যবধানে আজ জিতলেন দিনহাটার তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। মাত্র ৬ মাসের ব্যবধানে গেরুয়া শিবির এথানে একপ্রকার নিশ্চিহ্ন হয়ে গেল বলা যায়। এখান থেকেই একুশের নির্বাচনে জিতেছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। এখন তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তাঁর গড়েই ফের জয়ের টিকা পরলেন কমল গুহের সুপুত্র উদয়ন গুহ।
আজ তৃণমূল কংগ্রেসের এই জয়ের মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও ব্রায়ান নিজের টুইটার হ্যান্ডেলে দিলেন কিছু তথ্য। তিনি লিখেছেন,
‘৪টি উপনির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের শিরোনামের বাইরেও কিছু তথ্য
বিজেপি এবং সিপিআইএম-এর মধ্যে ২য়/৩য় অবস্থানের জন্য লড়াই
👉বিজেপি হেরেছে কেন্দ্রীয় মন্ত্রীর নিজস্ব বুথে
👉দিনহাটায় মার্জিন: মে মাসে মাইনাস ৫৭ থেকে +১.৫ লাখ
আগামী দীপাবলি পর্যন্ত বাংলায় যাচ্ছেন না শাহ?’
Beyond the headlines of TMC’s HUGE WIN in 4 bypolls,some nuggets
👉Neck&neck fight for 2nd/3rd position between BJP and CPIM
👉BJP lost in Min of State for Home’s own booth
👉Margin in Dinhata: from minus 57 in May to +1.5lakh
👉Shah ain’t going to Bengal till next Diwali?
— Derek O’Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) November 2, 2021