প্রতিবেদন : ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে টিকাকরণের রেকর্ড গড়েছে ভারত। তবে জন্মদিন পার হতেই টিকাকরণ ফিরে এসেছে তার অতীতের মন্থর গতিতে। শনিবার তথ্য তুলে ধরে সেটাই প্রকাশ্যে আনলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এই তথ্য প্রকাশ্যে আসার পর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কীভাবে ‘হ্যাপি বার্থডে স্টান্ট’ নিয়েছিল বিজেপি শাসিত রাজ্যগুলি।
আরও পড়ুন: সন্ত্রাস নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে একসুর কোয়াডে
ডেরেকের প্রকাশিত ট্যুইটে বিজেপি শাসিত ৫ রাজ্যের টিকাকরণের খতিয়ান তুলে ধরা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কর্নাটকের মতো রাজ্যে ১৭ সেপ্টেম্বরের আগের ৭ দিনে গড়ে টিকাকরণ হয়েছিল মাত্র ২ লক্ষ। অথচ ১৭ সেপ্টেম্বর মোদির জন্মদিন উপলক্ষে একদিনে এখানে টিকাকরণ হয়েছে ৩১.৭ লক্ষ। তবে ওইটুকুই। জন্মদিন শেষ হওয়ার পর টিকাকরণ চলে গিয়েছে তার অতীতের গতিতে। ১৮ সেপ্টেম্বর থেকে ৭ দিনে এই রাজ্যে গড় টিকাকরণের হার মাত্র ৩.৮ লক্ষ। এই ধারা লক্ষ করা গিয়েছে গোবলয়ের মধ্যে পড়া বিহার, গুজরাত, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে। তথ্য তুলে ধরে মোদি সরকারকে তোপ দেগে ট্যুইটারে ডেরেক ও’ব্রায়েন লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বাস্থ্যমন্ত্রী দেশের অন্যান্য মন্ত্রী ও সাংসদরা আপনারা বলুন, ‘হ্যাপি বার্থডে স্টান্টের’ যে তথ্য এখানে তুলে ধরা হল তা ভুল। তাহলে আমি ট্যুইটটা ডিলিট করে দিই।
আরও পড়ুন: আমেরিকা যেতে পারেন প্রধানমন্ত্রী! তাহলে রোমে শান্তি বৈঠকে যোগ দিতে আমায় কেন বাধা?
যদিও একদিনের এই স্টান্টে রাজ্যগুলির নম্বর বাড়লেও টিকাকরণের বিভ্রান্তি ও চরম অব্যবস্থাপনাও প্রকাশ্যে চলে এসেছে সম্প্রতি। মধ্যপ্রদেশে টার্গেট পূরণের চক্করে পড়ে বেলাগাম ভাবে ভুল টিকাকরণের অভিযোগ উঠেছে। বহু মানুষ অভিযোগ তুলেছেন তাঁদের টিকা হয়নি অথচ টিকার সার্টিফিকেট পেয়ে গিয়েছেন তাঁরা। কোথাও আবার মৃত ব্যক্তির নামে মোবাইলে ঢুকেছে টিকাকরণের মেসেজ। বহু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে জাল টিকাকরণের তথ্য। এই পরিস্থিতিতে একদিনের এই স্টান্টকে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস নেতা।