অলিম্পিক শেষ হয়ে গিয়েছে। ভারতীয় মেডেল জয়ীরা ধীরে ধীরে গেমস ভিলেজ থেকে দেশে ফিরেছেন। হকি দলের সদস্যরাও ইতিহাস গড়ে দেশের পথে। কিন্তু গোল দিয়েই চলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। বিরোধীরা চার গোল দিয়ে দিল বলে জানিয়েছেন ডেরেক। ডেরেকের ট্যুইটারে চতুর্থ গোল ডেপুটি স্পিকার না থাকা নিয়ে।
আরও পড়ুন : বন্যায় ভাসছে যোগীরাজ্য, জলের তলায় ৩৫৭ গ্রাম
তৃণমূলের রাজ্যসভার সাংসদ একটি ছবি সমেত তথ্য শেয়ার করে লিখেছেন, বিজেপি সরকারের দুর্বল রক্ষণ আবারও সামনে চলে এল। বিরোধীরা আরও একটা গোল করে দিল। এগিয়ে গেল ৪-০ গোলে। এরপরেই ডেরেক লিখেছেন , সংসদের নিয়মকে অবজ্ঞা করে গত দুই বছর ধরে লোকসভায় কোনও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়নি।
ডেরেকের পোস্ট করা ছবির তথ্য অনুযায়ী , ৬ আগস্ট পর্যন্ত ৭৮২ দিন পেরিয়ে গিয়েছে লোকসভায় কোনও ডেপুটি স্পিকার নেই। সবচেয়ে বেশিদিন এই পদে ছিলেন ১২তম ডেপুটি স্পিকার পিএম সঈদ। তিনি ২৭০ দিন ওই পদে ছিলেন। কিন্তু এমন ভাবে পদ খালি পড়ে থাকেনি।
ডেরেকের এই ট্যুইট-গোল শুরু হয়েছিল কেন্দ্রের দ্রুত বিল পাশ করানোর প্রসঙ্গকে সামনে রেখে। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ ট্যুইটে লিখেছিলেন, বিজেপির সরকারের রক্ষণভাগ অত্যন্ত দুর্বল, তাই বিরোধীরা পার্লামেন্টে গোল করেই চলেছে।
আরও পড়ুন: আদিবাসীদের কাছে কল্পতরু মুখ্যমন্ত্রী
বিরোধীদের প্রথম গোলের বর্ণনা দিয়ে তিনি লিখেছিলেন, ‘জোর করে পার্লামেন্টে বিল পাস হচ্ছে। ২৭ টি বিল পাশ হয়েছে সংসদে। প্রত্যেক বিল পাশের ক্ষেত্রে আলোচনার জন্য সময় নেওয়া হয়েছে গড়ে ১০ মিনিট।