নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুযায়ী বিএসএফের এক্তিয়ার বাড়ানোর সিদ্ধান্ত এবার পৌঁছে গেল সংসদের আঙিনাতেও। বুধবার ছিল স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির বৈঠক। সূত্র মারফত জানা গিয়েছে, সেই বৈঠকে হাজির থেকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ান পশ্চিমবঙ্গের সীমানায় বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্সের এক্তিয়ার বাড়িয়ে দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি এ-ও বলেছেন, এর মাধ্যমে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে। প্রসঙ্গত, নতুন কমিটি গঠন হওয়ার পর এটিই ছিল স্বরাষ্ট্র-বিষয়ক স্থায়ী কমিটির প্রথম বৈঠক।
আরও পড়ুন : স্বাভাবিক হচ্ছে আর জি কর
সম্প্রতি পাকিস্তান ও বাংলাদেশ লাগোয়া তিন রাজ্য পশ্চিমবঙ্গ, পাঞ্জাব ও আসামে বিএসএফ–এর কর্মক্ষেত্রের পরিসর বাড়িয়ে ১৫ কিলোমিটারের বদলে ৫০ কিলোমিটার করেছে কেন্দ্র। বর্ডার এলাকায় পশ্চিমবঙ্গের ২৩টি জেলার মধ্যে প্রায় ১০টা জেলা, এমনকী ৪১টি লোকসভা সিটের মধ্যে ২১টি সিট এবং নর্থ বেঙ্গলে প্রায় এর এক-তৃতীয়াংশ বিএসএফের আওতায় চলে এল। সূত্র মারফত জানা গিয়েছে, এর পরেই স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান আনন্দ শর্মা পুরো বিষয়টি মন দিয়ে শুনেছেন এমনকী সেখানে তিনি জানিয়েছেন পরবর্তীকালে রাজ্যের প্রতিনিধি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিদের এ বিষয়ে আলোচনার জন্য ভবিষ্যতে ডাকা হতে পারে।