পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব ডেরেক

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : লাগাতার পেট্রোল–ডিজেলের মূল্য​বৃদ্ধি নিয়ে অবিলম্বে সংসদে আলোচনার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’brien) ৷ শনিবার তাঁর (Derek O’brien) ট্যুইট, প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রীরা শুধু ফাঁকা আওয়াজ দেন যে, তাঁরা সংসদে সব বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত৷ এদিন চতুর্থবার জ্বালানির দাম বাড়ার পর আমার চ্যালেঞ্জ, দম থাকলে আগামী সপ্তাহে সংসদে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করুক মোদি সরকার৷ তৃণমূলের পাশাপাশি অন্যান্য বিরোধী দলও জ্বালানির ধারাবাহিক মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়েছে৷ কংগ্রেস মুখপাত্র শামা মোহাম্মদ বলেন, দেশবাসীর সঙ্গে এই নির্লজ্জ ঠগবাজি বন্ধ করা হোক৷ শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীর দাবি, আবার নির্বাচন ঘোষণা হলে কিছুদিন স্থির থাকবে পেট্রোল–ডিজেলের দাম৷ তাই আমজনতার স্বার্থে নির্বাচন কমিশনকে অনুরোধ, দ্রুত ভোট ঘোষণা করুন৷ তাহলে আপনা থেকেই পেট্রোল–ডিজেলের মূল্য নিয়ন্ত্রিত হয়ে যাবে৷ এবং দেশের জনগণ মূল্যবৃদ্ধির আঁচ থেকে বাঁচবেন৷ কারণ, আমরা সবাই জানি, ভোট মানেই হল রাজনৈতিক উদ্দেশ্যে জ্বালানির মূল্যবৃদ্ধি বন্ধ৷ উল্লেখ্য, চলতি সপ্তাহে একাধিক বিরোধী সাংসদ এই ইস্যুতে আলোচনা চেয়ে লোকসভা ও রাজ্যসভায় নোটিশ দিয়েছেন৷

Latest article