প্রতিবেদন: অবিলম্বে বিমা এবং স্বাস্থ্য বিমার উপর থেকে প্রত্যাহার করা হোক ১৮ শতাংশ জিএসটি, এই দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমনকে সবার আগে চিঠি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলনেত্রীর কথার সূত্রেই এই ইস্যুতে সংসদের ভিতরে ও বাইরে সোচ্চার হয়েছিলেন তৃণমূল সাংসদরা৷ প্রথমে রাজ্যসভা এবং পরে লোকসভায় এই মর্মে সরাসরি কেন্দ্রীয় অর্থ মন্ত্রীর কাছেই দাবি জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন এবং লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ বাজেট বিতর্কে অংশ নিয়ে একই দাবি তুলেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন-এবার ওয়েবসাইটেই মিলবে শখের পোষ্য
এরপরেও কেন্দ্রীয় সরকারের তরফে কোনও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি৷ এই আবহে ফের একবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি লিখে বিমা এবং স্বাস্থ্য বিমার উপর থেকে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহারের দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান৷ আগামী ৯ সেপ্টেম্বর ৫৪ তম জিএসটি কাউন্সিলের বৈঠক হতে পারে দিল্লিতে, সংবাদ মাধ্যমে এমন খবর প্রচারিত হয়েছে৷ এর উল্লেখ করে ডেরেক দাবি জানিয়েছেন, এই জিএসটি কাউন্সিলের বৈঠকেই যেন বিমা এবং স্বাস্থ্য বিমা উপর থেকে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করে কেন্দ্র৷ দেশের ৪৫ কোটির বেশি মধ্যবিত্ত নাগরিকের জীবনে জিএসটির বোঝা কমিয়ে স্বস্তি এনে দেওয়ার জন্যই সরকারের উচিত অবিলম্বে তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করা, নির্মলা সীতারমনকে লেখা চিঠিতে দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান৷