প্রতিবেদন: তাঁর সরকারের উদ্যোগেই সংসদে পাস হয়েছে ওয়াকফ সংশোধনী বিল৷ অথচ তিনি নিজেই সেই সময়ে সংসদে অনুপস্থিত৷ গত সপ্তাহে যে সময়ে সংসদে ভোটাভুটির মাধ্যমে ওয়াকফ বিল পাস হয়, সেই সময়ে ব্যাঙ্ককে বিমস্টেক সম্মেলনে ছিলেন নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রীর এই অনুপস্থিতিকেই নিশানা করে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস৷ এই প্রসঙ্গেই তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান বলেন, ইতিহাসে এটা লেখা থাকবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়াকফ বিলের পক্ষে ভোট দেননি, তিনি বিপক্ষেও ভোট দেননি আবার ভোটদানে বিরতও থাকেননি !
আরও পড়ুন-৭ দিন আটকে রেখে ২৩ জন মিলে গণধর্ষণ দ্বাদশের ছাত্রীকে
এবারের সদ্য সমাপ্ত সংসদীয় অধিবেশনের একেবারে শেষ লগ্নে মাঝরাতে কেন মণিপুর সংক্রান্ত আলোচনা করা হল লোকসভা ও রাজ্যসভায়, প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান৷ নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ডেরেক যুক্তি দেন, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারির বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল৷ এর পরে সংসদ শুরু হয় ১০ মার্চ৷ সেই সময়ে মণিপুর নিয়ে দুই সংসদীয় কক্ষে বিস্তারিত আলোচনা না করে কেন অধিবেশনের শেষ লগ্নে রাত আড়াইটের পরে মণিপুর নিয়ে সংসদে আলোচনা করা হল? লোকসভায় মাত্র ৪৪ মিনিট হয়েছে এই আলোচনা, দাবি করেন ডেরেক৷ রাজ্যসভায় বিজেপির বক্তব্য রাখার জন্য বরাদ্দ ছিল ৭৫ মিনিট৷ এর মধ্যে মাত্র ২ মিনিট ব্যবহার করেছে বিজেপি, দাবি করেন ডেরেক৷
ট্রেজারি বেঞ্চর কুচক্রি রাজনীতি ঠেকাতে সদ্য সমাপ্ত বাজেট অধিবেশনে বিরোধীরা নতুন ‘ওয়াক আউট’ এবং ‘ওয়াক ব্যাক’ কৌশল গ্রহণ করেছিলেন বলেও জানান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান৷ ওয়াকফ বিল পাশ করানোর ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ যেভাবে ট্রেজারি বেঞ্চকে নেতৃত্ব দিয়েছেন, তা দেখার পরে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ানের কটাক্ষ, অমিত শাহই ছিলেন বিজেপির ব্যাটসম্যান, বোলার ও ফিল্ডার!