প্রতিবেদন: দেশের সংবাদ মাধ্যমের উপরে যেভাবে প্রভাব বিস্তার করছে মোদি সরকার তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না, সাফ জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান (Derek O Brian)৷ শুক্রবার এই বিষয়ে এক্স হ্যান্ডেলে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডেরেক বলেন, পিপলি লাইভ সিনেমায় মিডিয়া সার্কাস নিয়ে যা দেখানো হয়েছে, বাস্তব পরিস্থিতি তার থেকেও অনেক বেশি খারাপ৷
এই প্রসঙ্গেই ডেরেকের প্রশ্ন, লোকসভা ও রাজ্যসভার সব সাংসদদের যাবতীয় সম্পত্তি, রোজগারের সব তথ্য যখন প্রকাশ করতে সরকার বাধ্য করে থাকে, তখন কেন দেশের বড় মিডিয়া গোষ্ঠীর মালিকদের স্বার্থের সংঘাতের বিষয়টি প্রকাশ করা হবে না৷ এই ক্ষেত্রে আত্মসমীক্ষা প্রয়োজন বলেও দাবি করেন তিনি৷ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে দেশের সাংবাদিককুল কাছে ডেরেকের আবেদন, মিডিয়া মালিকদের চাপের কাছে নতিস্বীকার করবেন না৷ প্রয়োজন হলে তৃণমূল কংগ্রেস তাদের সর্বপ্রকার সহায়তা করবে, সাফ জানান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান৷