সংসদে নিট-বিতর্ক এড়াতে মরিয়া কেন্দ্র, প্রতিবাদে উত্তাল ঐক্যবদ্ধ ‍‘ইন্ডিয়া’

ন্তু রাষ্ট্রপতিকে ধন্যবাদজ্ঞাপনের যুক্তি দেখিয়ে দুই কক্ষেই মুলতুবি প্রস্তাব খারিজ করে দেওয়া হয়।

Must read

লোকসভা (Loksabha) ও রাজ্যসভায় শুক্রবার নিট-কেলেঙ্কারি নিয়ে মুলতুবি প্রস্তাব নিয়ে আসে তৃণমূল কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের (India alliance) শরিকদলগুলি। বিরোধীদের দাবি ছিল, অন্যসব আলোচনা স্থগিত রেখে গুরুত্বপূর্ণ জনস্বার্থের এই ইস্যুতে আলোচনা করতে দেওয়া হোক। কিন্তু রাষ্ট্রপতিকে ধন্যবাদজ্ঞাপনের যুক্তি দেখিয়ে দুই কক্ষেই মুলতুবি প্রস্তাব খারিজ করে দেওয়া হয়।

শুক্রবার অঘোষিত জরুরি অবস্থার সংক্ষিপ্ত নমুনা দেখা গেল সরকার পক্ষের আচরণে। নিট-কেলেঙ্কারির প্রতিবাদে বিরোধীদের বিক্ষোভের ছবি যাতে দেশের মানুষ দেখতে না পারে সেজন্য বন্ধ করে দেওয়া হয় লোকসভা টিভির সম্প্রচার। তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন বলেন, এভাবে নয়া সেন্সরশিপ লাগু করতে চাইছে সরকারপক্ষ।

আরও পড়ুন-নিট-কেলেঙ্কারিতে বিজেপি যোগ আরও স্পষ্ট, উঠে এল যোগীরাজ্যের বিধায়কের নাম

আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়া জোটে না থাকলেও নবীন পট্টনায়েকের দল বিজেডি পুরোদস্তুর এদিন নিট ইস্যুতে অন্য বিরোধীদের সঙ্গে বিক্ষোভ দেখায়। রাজ্যসভায় বিজেডির ৯ সাংসদ থাকবেন সোমবারের বিরোধী বিক্ষোভ-ধরনা কর্মসূচিতেও।

রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব খারিজ হওয়ার পর সব বিরোধী সাংসদরা ওয়েলে নেমে এসে তুমুল বিক্ষোভ দেখান। তাতে শামিল হয়েছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গেও। তৃণমূল, ডিএমকে, বিজেডির দলনেতারাও ওয়েলে নেমে আসেন।

রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় একসময় বলে ওঠেন, তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন কি এই বিক্ষোভের ঘটনার পরিচালকের ভূমিকায়।

বিক্ষোভ চলাকালীন রাজ্যসভায় গুরুতর অসুস্থ হয়ে ওয়েলে পড়ে যান ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ ফুলদেবী নিতম। প্রাথমিক শুশ্রূষার পর তাঁকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

Latest article