প্রতিবেদন : শনিবার বিকেল ৫টা থেকে সংঘর্ষবিরতির কথা ঘোষণা করা হয় ভারত-পাকিস্তান উভয় পক্ষ থেকে। কিন্তু তার ঘণ্টা তিনেক পর থেকেই পাকিস্তান ফিরে গেল তার পুরনো ঐতিহ্যে। ফের সীমান্তে গুলি এবং টানা গোলাবর্ষণ চালায় ইসলামাবাদ। মোট ১১টি জায়গায় গোলাবর্ষণ করা হয়। বিদেশ সচিব বিক্রম মিশ্রি রাত ১১টায় সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট ভাষায় জানান, দু’দেশের ডিজিএমও-র পক্ষ থেকে সংঘর্ষবিরতির যে সিদ্ধান্ত হয়েছিল তা লঙ্ঘন করেছে পাকিস্তান। বিগত কয়েক ঘণ্টায় সীমান্তের বিভিন্ন এলাকায় আক্রমণ চালিয়েছে। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় বাহিনী। এই ঘটনা ভারত শুধু গুরুত্ব দিয়ে দেখছে তাই নয়, সরাসরি সংঘর্ষবিরতি লঙ্ঘন করা হয়েছে। পাকিস্তানকে বলা হচ্ছে, তারা যেন এখনই এবিষয়ে কড়া পদক্ষেপ নেয় এবং ঘটনার গভীরতা বোঝার চেষ্টা করে। ভারতীয় বাহিনী একদিকে যেমন পাল্টা কড়া জবাব দিচ্ছে, অন্যদিকে সীমান্তে নজরদারি চালাচ্ছে। সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশের চেষ্টা কিংবা এলওসি পেরনোর ঘটনার পুনরাবৃত্তি হলে কড়া জবাব দেবে ভারতীয় বাহিনী। জম্মুর নাগরোটা সেনাক্যাম্পে এক সন্দেহভাজন হামলা চালায় বলে অসমর্থিত সূত্রে জানা গিয়েছে। সেই দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালাচ্ছে ভারত।
আরও পড়ুন-চার মিথ্যাচার ফাঁস সেনার, তথ্য তুলে ধরে তিন শীর্ষ সেনাকর্তার স্পষ্ট জবাব
এর আগে শনিবার সন্ধ্যা ৬টায় বিদেশ সচিব সংঘর্ষবিরতির কথা জানান। এদিন বিকেল ৫.৩৩ মিনিটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স-হ্যান্ডেলে সংঘর্ষবিরতির খবর জানান। তিনি লেখেন, রাতভর (৮ ঘণ্টা) ভারত-পাকিস্তানের শীর্ষস্তরে দীর্ঘ আলোচনার পর দুই দেশই ‘সংঘর্ষবিরতি’তে রাজি হয়েছে। তিনি দু’দেশকেই অভিনন্দন জানান এই সদর্থক পদক্ষেপের জন্য। এরপরই মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও জানান, দু’দেশেরই শীর্ষ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কথা হয়েছে। আমেরিকার দাবি, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স ও মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও শুক্রবার থেকেই ব্যাক চ্যানেলে লাগাতার যোগাযোগ রেখে চলছিলেন। কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পাক সেনাপ্রধান আসিম মুনির, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। যদিও তার আগে এদিন ৩টে ৩৫ নাগাদ ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন (ডিজিএমও)র মধ্যে কথা হয়। দু’দেশের তরফে জল-স্থল এবং আকাশে কোনওরকম মিলিটারি অ্যাকশন থেকে নিজেরা বিরত থাকার কথা বলেন। সেই মোতাবেক এদিন বিকেল ৫টায় ‘ইমপ্লিমেনটেশন অর্ডার’ ইস্যু হয়। আগামী ১২ মে ফের দু’দেশের ডিজিএমও-র পরিস্থিতির রিভিউ মিটিং ফের হওয়ার কথা দুপুর ১২টায়। কিন্তু তার ঘণ্টা তিনেক পরেই সীমান্তে অনুপ্রবেশ, পাক গোলাবর্ষণ শুরু হয়। শনিবার সকালে ভারতের বিদেশ সচিব এবং সেনার তরফে যৌথ সাংবাদিক বৈঠক করে বলা হয়েছে, আর্টিলারি গান এবং ড্রোন দিয়ে ২৬টির বেশি জায়গায় অনুপ্রবেশের চেষ্টা করেছে পাকিস্তান। রাত ১টা ৪০ নাগাদ হাইস্পিড মিসাইলের সাহায্যে পাঞ্জাবের এয়ারবেসে আক্রমণের যে চেষ্টা করেছিল পাকিস্তান, সেই হামলা প্রতিহত করে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা। লাইন অফ কন্ট্রোলের ওপারে একাধিক পাকঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্নেল সোফিয়া কুরেশি। পাকিস্তানের হামলায় কাশ্মীরের অতিরিক্ত জেলা উন্নয়ন আধিকারিক রাজকুমার থাপার মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ থাপার বাড়িতে যান। শনিবার রাতে সব রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব ও আইবি প্রধান।
পাকিস্তান সংঘর্ষবিরতি লঙ্ঘন করে কাশ্মীরের শাম্বা, উধমপুর, রাজৌরি, রামগড়ের কয়েকটি জায়গায় ড্রোন হামলা চালায়। শ্রীনগরে বোমা বিস্ফোরণ হয়। শ্রীনগরে হেড কোয়ার্টার লক্ষ্য করে ৪টি ড্রোন আসে পাক সীমান্ত থেকে। যদিও সেগুলি পাল্টা নিষ্ক্রিয় করা হয়। পাঠানকোট, গুরুদাসপুর, ফিরোজপুরে ব্ল্যাকআউট করা হয়। রাজস্থানের পোখরানে পাক-ড্রোন নিষ্ক্রিয় করা হয়। অসমর্থিত সূত্রের খবর, আরএসপুরা সেক্টরে পাক হামলায় শহিদ হন বিএসএফ এসআই মহম্মদ ইমতিয়াজ। যদিও সেনা এনিয়ে বিবৃতি দেয়নি।