উচ্চমাধ্যমিকে অকৃতকার্য হয়ে পাশ করানোর দাবিতে বিক্ষোভ! কীর্তি দেখে হতবাক মুখ্যমন্ত্রী

Must read

উচ্চমাধ্যমিকে অকৃতকার্য হয়ে পাশ করানোর দাবি রাজ্যের নানা জায়গায় চলছে বিক্ষোভ, রাস্তা অবরোধ। এই দেখে হতবাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, দক্ষিণেশ্বরে (Dakhoneswar) মিউজিয়াম ও লাইট অ্যান্ড সাউন্ডের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে উচ্চমাধ্যমিকের (Higher Secondary) অকৃতকার্যদের বিক্ষোভ দেখে বিস্ময় প্রকাশ করেন তিনি। বলেন, “এগুলো কী হচ্ছে?” এরপরেই হতবাক মমতা বলেন, “আমি বলছি না যে বিক্ষোভ করা যাবে না। তাই বলে উচ্চমাধ্যমিকে পাশ করতে পারিনি বলে বিক্ষোভ! আমাদের সময়ে এসব ভাবতেও পারতাম না।” তবে, মুখ্যমন্ত্রীর মতে, এটা পড়ুয়াদের দোষ নয়, তাদের যাঁরা গাইড করছেন তাঁদের দোষ। এই বিষয় বই পড়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। মণীষীদের বই-সহ সাহিত্যপাঠে কথা বলেন।

আরও পড়ুন- ‘ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয়’ দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বার্তা মুখ্য়মন্ত্রীর

শুক্রবারই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পরেই বিভিন্ন জেলায় অকৃতকার্য পড়ুয়ারা রাস্তা অবরোধে শামিল হয়। পাশ করিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখায়। এরপরে পরীক্ষার খাতা রিভিউয়ের নিয়মেও বড় পরিবর্তন এনেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার্থীরা চাইলে এবছর সবক’টি পরীক্ষার খাতা রিভিউ করতে পারবেন। কিন্তু সেই পথে না হেঁটে পাশের দাবি করছে অকৃতকার্যকরা। যা দেখে হতবার স্বয়ং মুখ্যমন্ত্রী।

 

 

Latest article