রাজ্যসভার (Rajyasabha) দলনেতা ডেরেক ও’ব্রায়েন কেন্দ্রের কাছে জানতে চান, সরকারি প্রচারের জন্য গত ৫ বছরে বিজ্ঞাপন বাবদ কত খরচ হয়েছে? মোদি সরকারের ১১ বছর পূর্তি উদযাপনে আমজনতার করের টাকায় কেন্দ্র কত খরচ করেছে? সরকারের কৃতিত্বের ঢাক পেটাতে পাবলিসিটি খাতে এই সরকার গত ৫ বছরে কত টাকার বিজ্ঞাপন দিয়েছে সংবাদপত্র ও টেলিভিশনে?
আরও পড়ুন-করফাঁকি দিতে প্রয়াত স্ত্রীকে নিজের গলফ কোর্সে সমাহিত করে ‘কবরস্থান’ দেখালেন ট্রাম্প! বিতর্ক
তৃণমূল সাংসদের চাঁচাছোলা প্রশ্নের মুখে তথ্য প্রচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ড. এল মরুগান সংশ্লিষ্ট ডিএভিপি ওয়েবসাইটটি দেখে নেওয়ার পরামর্শ দেন। বোঝাই যাচ্ছে, লিখিত প্রশ্নের বিস্তারিত জবাব দিয়ে অস্বস্তি বাড়াতে চায়নি কেন্দ্রীয় সরকার।