যত প্রতিহিংসা, বঞ্চনা শুধু বাংলার সঙ্গেই। ১০০ দিনের কাজে (100 days work) শ্রমিকদের প্রাপ্য বকেয়া দেয়নি কেন্দ্র। শ্রমিক স্বার্থে সেই টাকা মিটিয়েছে রাজ্য। নতুন করে বরাদ্দও করছে না কেন্দ্রের মোদি সরকার। অথচ ১০০ কোটি টাকারও বেশি তছরুপ সত্ত্বেও ১০০ দিনের কাজে ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যগুলিতে বরাদ্দ হচ্ছে। সেখানে কোনও বাধা নেই। বাংলার মানুষ নির্বাচনে ঘাড়ধাক্কা দিয়েছে, তাই বাংলার মানুষকে ভাতে মারার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার।
বিজেপির ডাবল ইঞ্জিন ১৫টি রাজ্যে ১০১ কোটির টাকারও বেশি আর্থিক তছরুপ হয়েছে। সম্প্রতি গ্রামোন্নয়ন মন্ত্রকের রিপোর্টেই প্রকাশ্যে এসেছে এই দুর্নীতি। কেন্দ্রের ‘সোশ্যাল অডিট অ্যাকশন টেকন রিপোর্ট’ মোতাবেক বিজেপিশাসিত ১২ রাজ্য ছাড়াও এনডিএ-শাসিত অন্ধ্রপ্রদেশ, বিহার ও সিকিমেও আর্থিক তছরুপ হয়েছে। এই আর্থিক তছরুপের তালিকায় রয়েছে মোদি-রাজ্য গুজরাতও। খোদ কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহানের রাজ্য মধ্যপ্রদেশও রয়েছি তালিকায়। এখানেই উঠেছে প্রশ্ন, শুধু বাংলাকে কেন বঞ্চনা?
আরও পড়ুন- অ্যাসিড কারখানায় বিষাক্ত গ্যাস লিক হয়ে মৃত ৩, রাজস্থানে অসুস্থ আরও ৪৫
২০২২ সালের ৯ মার্চ বাংলার ১০০ দিনের (100 days work) কাজের শ্রমিকদের প্রাপ্য বকেয়া আটকে রাখা হয়েছে। শুধু রাজনৈতিক প্রতিহিংসাবশতঃ বাংলাকে ১০০ দিনের কাজের বরাদ্দ থেকে বঞ্চিত রাখা হয়েছে। এ প্রসঙ্গে রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, বাংলায় মমতা বন্দ্যোধ্যায়ের সঙ্গে রাজনৈতিক যুদ্ধে এঁটে উঠতে না পেরে সরকারি বঞ্চনা ও রাজনৈতিক প্রতিহিংসা চালাচ্ছে কেন্দ্র। ১০০ দিনের কাজের সাড়ে সাত হাজার কোটি টাকা আটকে রেখেছে মোদি সরকার। রাজ্য সরকার ও তৃণমূলের সাংসদরাও বারবার দিল্লিতে গিয়ে সরব হয়েছেন প্রাপ্য বকেয়া মেটানোর দাবিতে। কিন্তু কেন্দ্র প্রাপ্য দেয়নি, বরাদ্দও করেননি। তাহলে প্রশ্ন, তছরুপের পরও ডাবল ইঞ্জিন রাজ্যগুলিতে কেন্দ্রীয় সরকার বরাদ্দ করছে কী করে?