হেরেও জকোর চোখ গ্র্যান্ড স্ল্যামেই

২০২৩ সালের ফ্রেঞ্চ ওপেন জয়ই জকোভিচের শেষ গ্র্যান্ড স্ল্যাম সাফল্য। এবছর চারটি গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠেও শেষরক্ষা করতে পারেননি।

Must read

নিউ ইয়র্ক, ৬ সেপ্টেম্বর : আরও একটা গ্র্যান্ড স্ল্যামের আসর থেকে খালি হাতে ফিরতে হচ্ছে নোভাক জকোভিচকে। তবে এখনই পেশাদার সার্কিট থেকে অবসর নিচ্ছেন না ৩৮ বছর বয়সি সার্ব তারকা। বরং সাফ জানাচ্ছেন, আরও অন্তত একটা গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিততে চান।

আরও পড়ুন-পঞ্চানন বর্মার মূর্তিভাঙার প্রতিবাদ

২০২৩ সালের ফ্রেঞ্চ ওপেন জয়ই জকোভিচের শেষ গ্র্যান্ড স্ল্যাম সাফল্য। এবছর চারটি গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠেও শেষরক্ষা করতে পারেননি। কার্লোস আলকারেজের কাছে হেরে ইউএস ওপেন থেকে ছিটকে যাওয়ার পর সাংবাদিক বৈঠকে জকোভিচ বলেন, একটা কথা স্পষ্ট করে দিতে চাই, আমি অবসর নিচ্ছি না। গ্র্যান্ড স্ল্যাম জেতার আশাও ছাড়ছি না। লড়াই চালিয়ে যাব। অন্তত আরও একটা গ্র্যান্ড স্ল্যাম জিততে চাই। কিন্তু কাজটা যে কঠিন, সেটাও আমি জানি।
ছেলেদের টেনিসে সবথেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম (২৪টি) জিতেছেন। তবে এই বয়সে তরুণদের সঙ্গে পাল্লা দেওয়া যে তাঁর পক্ষে কঠিন, সেটা অকপটে মেনে নিচ্ছেন জকোভিচ। তাঁর বক্তব্য, ভবিষ্যতেও সিনার ও আলকারেজকে হারানো আমার পক্ষে কঠিন। বিশেষ করে, পাঁচ সেটের ম্যাচে। তিন সেটের ম্যাচ হলে তবুও একটা সুযোগ থাকবে। কিন্তু পাঁচ সেটে নয়।
জকোভিচ আরও বলেছেন, দ্বিতীয় সেটের পর দমে ঘাটতি হচ্ছিল। আমার ধারণা, দুই সেটের লড়াইয়ের মতো দম আমার আছে। কিন্তু তার পর থেকে আর আলকারেজের সঙ্গে পাল্লা দিতে পারছিলাম না। সিনারের সঙ্গেও ম্যাচে একই সমস্যা হয়েছিল। ওদের বিরুদ্ধে পাঁচ সেটের ম্যাচ খেলা খুব কঠিন। তাও আবার গ্ল্যান্ড স্ল্যামের শেষ দিকে।

Latest article