বিধ্বংসী ব্রেভিস ও রাদারফোর্ড, জয়ী সৌরভের দল

Must read

কেপটাউন, ১ জানুয়ারি : হেড কোচ হিসেবে শুরুটা সুখের হয়নি। প্রথম দুই ম্যাচ হারতে হয়। অবশেষে তৃতীয় ম্যাচে প্রথম জয়ের স্বাদ পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর প্রিটোরিয়া ক্যাপিটালস ৮৫ রানে হারাল মুম্বই ইন্ডিয়ান্স কেপটাউনকে। সৌজন্যে দুই তারকা শেরফানে রাদারফোর্ড ও ডিওয়াল্ড ব্রেভিসের বিধ্বংসী ব্যাটিং। নিউল্যান্ডস স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে প্রিটোরিয়া করে ৫ উইকেটে ২২০ রান। রাবাডা, ট্রেন্ট বোল্টদের সামলে সাই হোপ (৩০ বলে ৪৫) ও উইহান লুব্বে (৩৬ বলে ৬০) দলকে লড়াইয়ে রাখলেও শেষ লগ্নে ব্যাট হাতে ঝড় তোলেন রাদারফোর্ড ও ব্রেভিস। দু’জনের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে মাত্র ২৭ বলে ৮৬ রান ওঠে। তার মধ্যে শেষ তিন ওভারেই দু’জনের ব্যাটিং তাণ্ডবে ওঠে ৭২ রান। একটা পর্যায়ে দুই তারকা মিলে টানা ছ’টি ছক্কা হাঁকান। ১৫ বলে ঝোড়ো ৪৭ রান রাদারফোর্ডের। মাত্র ১৩ বলে ৩৬ ব্রেভিসের।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩৫ রানে অলআউট হয়ে যায় এমআই কেপটাউন। ব্যাটিংয়ের পর বল হাতেও ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা রাদারফোর্ড।

আরও পড়ুন-যুবভারতীতে মেসিকাণ্ডের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু

Latest article