* ২,৫০০ ভলান্টিয়ার
* অতিরিক্ত ৫ হাজার পুলিশ
* ৫০টি হেল্পডেস্ক
* ৪টি বিপর্যয় মোকাবিলা দল
* ১৮টি অ্যাম্বুল্যান্স
* ৬টি দমকল
আরও পড়ুন-ময়লার ব্যাগে নবজাতক, কুকুরে মুখ থেকে রক্ষা
* ৩১ জন ডিসি, ৮ জন জয়েন্ট কমিশনার
* ২০টি ছাদ থেকে পুলিশের নজরদারি চলবে
* ৬৫টি সিসি ক্যামেরা
* মিছিল আসবে : শিয়ালদা থেকে মৌলালি, গোবিন্দ খটিক রোড, এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা
* শ্যামবাজার বিধান সরণি, গণেশ অ্যাভেনিউ হয়ে ধর্মতলা
* হাওড়া স্টেশন স্ট্র্যান্ড রোড ব্র্যাবোর্ন রোড হয়ে ধর্মতলা
* রাসবিহারী হাজরা এক্সাইড পার্কস্ট্রিট হয়ে ধর্মতলা
আরও পড়ুন-বৃষ্টিতেও জল দাঁড়াবে না মহানগরীতে, একুশের সভা নিয়ে পুর নিকাশি দফতরের তৎপরতা
* গাড়ি নিয়ন্ত্রিতভাবে চলবে এই রাস্তাগুলিতে : বৃহস্পতিবার রাত থেকেই ডোরিনা ক্রসিং, ব্র্যাবোর্ন রোডের একাংশ, বেন্টিঙ্ক স্ট্রিট পুরোপুরি বন্ধ। কিছুটা নিয়ন্ত্রিত করা হচ্ছে এস এন ব্যানার্জি ও লেনিন সরণি। কিন্তু আজ সকাল ৮টার পর থেকে ধর্মতলামুখী কোনও রাস্তাতেই গাড়ি ঢুকবে না। শুধুমাত্র মিছিল যাবে। ব্যতিক্রম অ্যাম্বুল্যান্স। এবারে পার্কিংয়ের ক্ষেত্রে বিশেষ নজর দিয়েছে কলকাতা পুলিশ। বাইরে থেকে কর্মী-সমর্থকদের যে গাড়ি সমাবেশে আসবে তা ময়দানে-সহ বেশ কিছু এলাকাকে চিহ্নিত করে সেখানে রাখা হয়েছে। সেই গাড়ি যাতে কোনওভাবেই বড় রাস্তার উপর না রাখা হয় তার ব্যবস্থা করা হয়েছে। এতে যানজট এড়ানো সম্ভব হবে।