কাশীপুরে তদন্ত শুরু গােয়েন্দাদের

Must read

প্রতিবেদন : রাজ্য প্রশাসনের নির্দেশে উত্তর কলকাতার কাশীপুরের (Kolkata, Kashipur) বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার (Arjun Chourasia) রহস্যমৃত্যুতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এই মামলা দায়ের করে ঘটনার তদন্তে নামল কলকাতা পুলিশের(Kolkata Police)  হোমিসাইড শাখা। অর্জুনের মৃত্যু হত্যা না আত্মহত্যা, তা জানতেই এদিন কাশীপুর রেল কোয়ার্টারে হাজির হন হোমিসাইড শাখার গোয়েন্দারা। সেই সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার অফিসাররা ও স্থানীয় চিৎপুর থানার তদন্তকারীরা। তাঁরা ঘটনাস্থলে (Kashipur) গিয়ে গোটা ঘটনাক্রম খুঁটিয়ে দেখেন। লোকজনের সঙ্গে কথাও বলেন। একই সঙ্গে হোমিসাইড শাখার গোয়েন্দারা ওই আবাসনের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। সেই সঙ্গে প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সেদিনের ঘটনার পুনর্নির্মাণ করারও চেষ্টা করেন তাঁরা। তদন্তে থ্রি ডি স্ক্যানারও ব্যবহার করা হয় বলেই জানা গিয়েছে। ঘটনাস্থলে অর্জুনের দেহ যেভাবে পাওয়া গিয়েছিল থ্রি ডি স্ক্যানারের মাধ্যমে তা কীভাবে সম্ভব হল তাও বোঝার চেষ্টা করেন হোমিসাইড শাখার গোয়েন্দারা।

আরও পড়ুন: নেত্রীর পশ্চিম মেদিনীপুর সফর ঘিরে উন্মাদনা

Latest article