আজ ডুরান্ডে জনিদের ভাগ্য নির্ধারণ, এএফসি ম্যাচে শুরু থেকে হয়তো দিমিত্রি

এএফসি সেমিফাইনালের প্রস্তুতি যখন সারছে জুয়ানের দল, তখন ডুরান্ড কাপে সবুজ-মেরুনের ভাগ্য নির্ধারণও হয়ে যাচ্ছে সোমবার।

Must read

প্রতিবেদন : এএফসি কাপের আন্তঃআঞ্চলিক সেমিফাইনালের প্রস্তুতি জোরকদমে চলছে মোহনবাগানে। বুধবার ৭ সেপ্টেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে জনি কাউকো, হুগো বোউমাসদের সামনে কুয়ালালামপুর সিটি এফসি। সোমবার সকালে মালয়েশিয়ার দলটি শহরে আসছে। ম্যাচের আগে ক্লোজড ডোর প্রস্তুতিতে স্ট্র্যাটেজি ছকে নিতে ব্যস্ত কোচ জুয়ান ফেরান্দো।

আরও পড়ুন-নতুন ফ্লাডলাইট জ্বলে উঠল ইডেনে

অনুশীলনে নজর কাড়ছেন সদ্য শহরে আসা অস্ট্রেলীয় বিশ্বকাপার দিমিত্রি পেত্রাতোস। যিনি অ্যাটাকিং মিডফিল্ডার হলেও ফরোয়ার্ডেও খেলেন। তবে তাঁকে ফলস নাইন হিসেবে খেলাতে চাইছেন জুয়ান। সেভাবেই অনুশীলন করাচ্ছেন। পাসিং, শ্যুটিং, জায়গা বদল করে খেলে প্র্যাকটিসে নিয়মিত নজর কাড়ছেন দিমিত্রি। টিম সূত্রে খবর, অস্ট্রেলীয় বিশ্বকাপারকে বুধবার এএফসি কাপের সেমিফাইনালে শুরু থেকে খেলাতে পারেন সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ। দিমিত্রিকে সামনে রেখে অনুশীলনে গোল করার মহড়াও চলছে। কখনও সিচ্যুয়েশন প্র্যাকটিস আবার কখনও ছোট গোল পোস্ট রেখে লিস্টন কোলাসো, মনবীর সিং, কিয়ান নাসিরিদের ফিনিশিংয়ে তীক্ষ্মতা আনার পাঠ দিচ্ছেন কোচ।

আরও পড়ুন-বহিরঙ্গে, গুণমানে তাক লাগাচ্ছে লস্করপুর উচ্চবিদ্যালয়

এএফসি সেমিফাইনালের প্রস্তুতি যখন সারছে জুয়ানের দল, তখন ডুরান্ড কাপে সবুজ-মেরুনের ভাগ্য নির্ধারণও হয়ে যাচ্ছে সোমবার। আজ কিশোর ভারতী স্টেডিয়ামে রাজস্থান ইউনাইটেড মুখোমুখি হবে ভারতীয় নৌসেনা দলের বিরুদ্ধে। পয়েন্টের বিচারে মোহনবাগান গ্রুপ ‘বি’-তে দ্বিতীয় স্থানে। চার ম্যাচে ৭ পয়েন্ট তাদের। মুম্বই সমসংখ্যক ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থেকে শেষ আটে জায়গা করে নিয়েছে। কিন্তু মোহনবাগানকে তাকিয়ে থাকতে হচ্ছে সোমবারের ম্যাচের দিকে। রাজস্থানের তিন ম্যাচে ৪ পয়েন্ট। নৌসেনাকে হারালে তাদের পয়েন্টও হবে সাত। সেক্ষেত্রে মুখোমুখি সাক্ষাতে মোহনবাগানকে হারানোয় রাজস্থান চলে যাবে কোয়ার্টার ফাইনালে। একমাত্র রাজস্থান-নৌসেনা ম্যাচ ড্র হলে বা রাজস্থান হারলেই লিস্টনদের শেষ আট পাকা হবে। এদিকে, স্বস্তি বাড়িয়ে রবিবার পুরো দলের সঙ্গে অনুশীলন করলেন ব্রেন্ডন হ্যামিল।

Latest article