দেউচা-পাঁচামির কাজ শুরু হয়েছে দ্রুতলয়ে, ১৪৩ জন পেলেন সংশোধিত পরচা

রাজ্য সরকারের প্রস্তাবিত ও দেউচা-পাঁচামি কয়লাশিল্প এলাকার ১৪৩ জনের হাতে জমির সংশোধিত পরচা তুলে দিলেন বীরভূমের জেলাশাসক বিধান রায়

Must read

সংবাদদাতা, সিউড়ি : রাজ্য সরকারের প্রস্তাবিত ও দেউচা-পাঁচামি কয়লাশিল্প এলাকার ১৪৩ জনের হাতে জমির সংশোধিত পরচা তুলে দিলেন বীরভূমের জেলাশাসক বিধান রায়। চাঁদা, আলিনগর, গাবারবাথান, সাগরবাঁধি, বরোমেশিয়া— এই পাঁচটি অঞ্চলের মানুষদের হাতে পরচা দেওয়া হল। পরে পর্যায়ক্রমে কয়লাশিল্পের জন্য এঁদের কাছ থেকে প্রয়োজনে জমি কেনা হবে। ফলে জমিদাতা পরিবাররা ক্ষতিপূরণ বাবদ যেমন আর্থিক সহায়তা পাবেন, পাশাপাশি একটি করে সরকারি চাকরিও পাবেন।

আরও পড়ুন-যোগেশে সরস্বতী পুজো বিভ্রান্ত করছে বিজেপি

জেলাশাসক জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প ঘোষণার দিন ভাষায় বলে দিয়েছিলেন, খনি অঞ্চলের সঙ্গে যে সাধারণ মানুষ ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন তাঁদের আবেগকে সম্মান জানিয়ে কয়লাশিল্প গড়ে তুলতে হবে। প্রথম থেকেই আমরা আদিবাসী ভাই-বোনেদের নিয়ে বারবার বৈঠক করেছি। কীভাবে এলাকায় মানুষের স্বার্থরক্ষা করে শিল্পকে বাস্তবায়িত করা যায় তা নিয়েও এখানকার মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কিছুজনের জমির রেকর্ডের সমস্যা ছিল। আপৎকালীন ভিত্তিতে শিবির করে তাঁদের জমির কাগজ সংশোধন করে দেওয়া হয়েছে। সোমবার সেই সংশোধিত পরচা তাঁদের হাতে তুলে দেওয়া হল। পাশাপাশি যে খাস জমির উপর কয়লা উত্তোলনের কাজ শুরু করা হয়েছে, সেখানকার গাছগুলো পুনঃস্থাপনের কাজ সফলভাবে এগোচ্ছে। আমরা আশাবাদী, দেউচা-পাঁচামি কয়লাশিল্প নিয়ে সবাই অত্যন্ত খুশি। সাগরবাঁধ এলাকার সোহাগী মারিয়া ও সোনালি মুর্মু জানিয়েছেন, প্রশাসনের তরফে আমাদের জমির পরচা দেওয়া হল। এতদিন আমরা বাস করলেও জমির কাগজপত্র ছিল না। তা পেয়ে গেলাম। মুখ্যমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন।

Latest article