আশীর্বাদ চাইতে এসেছি, ভোট দিন কাজের নিরিখে, রবিবাসরীয় প্রচারে দেবের বার্তা

ভোট চাইতে আসিনি, এসেছি আপনাদের আশীর্বাদ চাইতে। নির্বাচনে হারজিত হবে। জীবনে বড় হতে গেলে চাই মানুষের আশীর্বাদ

Must read

সংবাদদাতা, ঘাটাল : ভোট (Vote) চাইতে আসিনি, এসেছি আপনাদের আশীর্বাদ চাইতে। নির্বাচনে হারজিত হবে। জীবনে বড় হতে গেলে চাই মানুষের আশীর্বাদ। মানুষের আশীর্বাদ যদি মাথার উপর থাকে তাহলে নির্বাচনে কেন, জীবনে সব কিছুতেই জয়ী হব।যদি আপনাদের মনে হয় এই ভাইটা ঠিকঠাক কাজ করতে পেরেছে তাহলে তাকে নির্বাচনে জয়ী করতে পারেন।যদি মনে হয় দেব ভাল, সৎভাবে কাজ করেছে তাহলেই ভোটটা দেবেন। কে আপনাদের কথা ভেবেছে, কার কথাবার্তা কেমন, তার উপরই ভোটটা দেবেন। ভোটের বাজারে প্রতিশ্রুতি দেওয়াটা একটা নিয়ম। প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে পালিয়ে যাওয়াটাও নিয়ম।তবে ঘাটাল মাস্টার প্লান এই বছর থেকেই শুরু হবে।

আরও পড়ুন-সৌরঝড়ের সাক্ষী থাকল লাদাখও

রবিবার সকাল থেকে ঘাটালে বিভিন্ন এলাকায় প্রচারে বেরিয়ে এমনই বার্তা দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে জনতার ‘দেব’। সকাল থেকে ঘাটালের প্রতাপপুর, হরিসিংপুর, হরিশপুর-সহ বিভিন্ন এলাকায় প্রচার করেন তিনি। দলে দলে মানুষ তাঁর পাশে এসে জড়ো হন।

Latest article