অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে আহত হলেন অভিনেতা দেব (Actor Dev)। ওড়িশায় বাঘাযতীন (Baghajatin) ছবির শুটিং করতে গিয়ে চোট পেয়েছেন তিনি। বুধবার দোলের শুভেচ্ছা জানাতে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন তিনি। যে ছবিতে গোটা টিমের মাঝে মধ্যমণি হয়ে দাঁড়িয়ে তিনি। মুখে সবসময়ের মতো হাসি। কিন্তু তাঁর বাঁদিকের চোখে সাদা তুলো দিয়ে ব্যান্ডেজ জড়ানো। যা দেখে চিন্তিত তাঁর অনুরাগীরা। যদিও কীভাবে এই চোট পেলেন অভিনেতা, সে নিয়ে কিছুই জানাননি দেব (Actor Dev)৷ পোস্টের কমেন্ট বক্সে একই প্রশ্ন সবার— দাদা তোমার চোখে কী হয়েছে? প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালক অরুণ রায়ের ছবির অ্যাকশন দৃশ্যের শুট চলাকালীন দেব চোট পেয়েছেন।

