বৃক্ষরোপণের প্রক্রিয়া শুরু করলেন দেব

মনোনয়ন পত্র (nomination) জমা দিয়ে তিনি জানিয়েছিলেন এবার নির্বাচনে তিনি যতগুলো ভোট পাবেন ততগুলো গাছ লাগাবেন।

Must read

প্রতিশ্রুতি রাখলেন অভিনেতা সাংসদ দেব (Dev)। মনোনয়ন পত্র (nomination) জমা দিয়ে তিনি জানিয়েছিলেন এবার নির্বাচনে তিনি যতগুলো ভোট পাবেন ততগুলো গাছ লাগাবেন। লোকসভা নির্বাচনের শেষে দেখা গেল তৃতীয় বারের জন্য ঘাটাল কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছেন এবং তারপরেই কথা রাখার প্রস্তুতি শুরু করে দিলেন তিনি। জানা গিয়েছে, প্রাথমিকভাবে দেব তাঁর কেন্দ্র ঘাটালে মোট ২ লাখ গাছ লাগানোর প্রস্তুতি শুরু করলেন। তিনি নার্সারিতে গাছের চারা কেনার বরাত যদিও ফলপ্রকাশের আগেই দিয়ে দিয়েছিলেন। দেব মোট ৮ লাখ ৮১ হাজার ১৯৫টি ভোট পেয়েছেন।

আরও পড়ুন-নিশীথ হেরে যেতেই তৃণমূল কংগ্রেসে যোগ ৯ বিজেপি নেতার

ভোটপর্ব মিটে গিয়েছে আর ঠিক তার চার দিনের মধ্যেই ঘাটাল কেন্দ্রে গাছ লাগানোর প্রক্রিয়া শুরু করলেন তিনি। বর্ষা ঢোকার আগেই এমন একটি কাজ প্রশংসার যোগ্য হয়ে উঠেছে। ঘাটাল কেন্দ্রের প্রাক্তন সাংসদ রামপদ মান্না জানান চারা গাছ কেনার জন্য ইতিমধ্যেই অর্ডার দেওয়া হয়ে গেছে। ১০টি নার্সারিতে ২ লাখ গাছের অর্ডার দেওয়া হয়েছে। সূত্রের খবর, শাল, আম, সেগুন, শিশু, কাঁঠাল, জাম, ইত্যাদি গাছ লাগানো হবে। এই গাছগুলোর চারা অর্ডার দেওয়া হয়েছে নার্সারিতে।

Latest article